সম্প্রতি “তিন তালাক এবং বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলো মুসলিম বাবা মা। মেয়ের বাবা মা কে শতকোটি প্রনাম যে সত্য সারাজীবন গ্যারেন্টি নেই বহুবিবাহের ভয় নেই তালাকের ভয় এমন ধর্মের ছেলের সাথে বিয়ে দিয়েছে।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তিন তালাক এবং বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে মুসলিম বাবা-মার বিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয় বরং রাজেশ্বরী নামের ছবির মেয়েটি মুসলিম নয় এবং উল্লিখিত কারণে তাকে বিয়ে দেওয়া হয়নি। কেরালার এক মুসলিম দম্পতি তাদের দত্তক নেওয়া হিন্দু মেয়েকে একই ধর্মের একটি ছেলের সাথে বিয়ে দেওয়ার ঘটনা এটি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Times of India তে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি “Kerala: Muslim man marries off his Hindu foster daughter” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজেশ্বরী আব্দুল্লাহ আব্দুর রাহিমান ও খাদিজা নামের দম্পতির মেয়ে নয়। মেয়েটির বাবা-মা মারা যাওয়ার পর তাকে আব্দুল্লাহ আব্দুর রাহিমান-খাদিজা দম্পতি লালন পালন করেন। পরবর্তীতে তার বিয়ের বয়স হলে হিন্দুধর্ম মতে তাকে হিন্দুপাত্রের সাথে বিয়ে দেন আব্দুল্লাহ আব্দুর রাহিমান-খাদিজা দম্পতি।
প্রতিবেদনটিতে আব্দুল্লাহ আব্দুর রাহিমান বলেন, রাজেশ্বরীর বাবা-মা যখন মারা যায়, তখন সে ছোট। তিনি তার বাবা শ্রাবণকে তাদের বাড়িতে কাজ করার সুবাদে চিনতেন। তাই রাজেশ্বরীর আত্মীয়-স্বজনরা যখন তাকে এখানে নিয়ে আসে, তখন থেকেই আমি তাকে আমার তিন ছেলের সাথে লালন-পালন করেছি।
পরবর্তীতে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Thelogicalindian’ এ ২০২১ সালের ৮ এপ্রিল “No, The Viral Image Is Not Of Muslim Couple Marrying Their Daughter To A Hindu Boy” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটি থেকে জানা যায়, একটি মুসলিম দম্পতির দত্তক নেওয়া হিন্দু মেয়েকে বিয়ে দেওয়ার ছবি মুসলিম মেয়েকে হিন্দু তরুণের সাথে বিয়ে দেওয়ার মিথ্যা দাবিতে ছড়িয়ে পড়েছে।
প্রকৃতপক্ষে আব্দুল্লাহ-খাদিজা দম্পতি রাজেশ্বরী নামের হিন্দু মেয়েটিকে দত্তক নিয়েছিলেন এবং পরবর্তীতে বিষ্ণু প্রসাদ নামে এক হিন্দু তরুণের সাথে তার বিয়ে দেন।
মূলত, রাজেশ্বরী নামের কেরালার এক হিন্দু মেয়ে ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর আব্দুল্লাহ-খাদিজা নামের এক মুসলিম দম্পতির বাসায় কন্যা স্নেহে লালিত-পালিত হয়। রাজেশ্বরীর বাবা আব্দুল্লাহ’র বাসায় নিয়মিত কাজ করার সূত্রে আব্দুল্লাহর পরিচিত ছিলো। মেয়েটির বয়স ২২ বছর হওয়ার পর হিন্দুধর্ম মতে হিন্দুপাত্রের সাথেই ২০২০ সালে মেয়েটির বিবাহের ব্যবস্থা করেছিলেন কেরালার সেই মুসলিম দম্পতি। তবে পরবর্তীতে পাত্রপক্ষের চাওয়ায় মন্দিরে অনুষ্ঠিত হওয়া রাজেশ্বরীর বিয়ে পরবর্তী আশীর্বাদ নেওয়ার সময়ের একটি ছবিকে সম্প্রতি ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, মুসলিম বাবা-মায়ের তিন তালাক এবং বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Times of India: Kerala: Muslim man marries off his Hindu foster daughter
- The Logical Indian: No, The Viral Image Is Not Of Muslim Couple Marrying Their Daughter To A Hindu Boy