মোটরসাইকেল দুর্ঘটনার এই ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, একটি মোটরসাইকেল দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, দুই বাসের বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে উক্ত দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিওটিতে ওই মোটরসাইকেলটিকে আরোহীসহ দুই বাসের মাঝে চাপা পড়তে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনার আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।


অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টেলিভিশনের একটি লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পর্যালোচনা করেও এমন মোটরসাইকেল দুর্ঘটনার কোনো সংবাদ বা ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির প্রতিবেদনে ব্যবহৃত সময় টিভির লোগোর অ্যানিমেশনের সাথে আলোচিত ভিডিওর লোগোর অ্যানিমেশনের পার্থক্য লক্ষ্য করা যায়। আলোচিত ভিডিওর ‘সময়’ লেখা লোগোটির অক্ষরগুলো উল্লম্বিকভাবে ঘুরতে দেখা যায়।

অপরদিকে সময় টিভিতে প্রচারিত প্রতিবেদনের লোগোর অক্ষরগুলো অনুভূমিকভাবে ঘুরতে দেখা যায়। এছাড়াও সময়টিভির লোগোতে ‘সময়’ লেখার নিচে পৃথিবীর মানটিত্র রয়েছে। 


পরবর্তীতে আলোচিত ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে KN Dream Drive নামের একটি ফেসবুক পেজে গত ২৬ জুন আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে এতে বেশকিছু এআই সংক্রান্ত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটিতে একটি সিএনজিকে অস্বাভাবিকভাবে উল্টো হয়ে চলতে দেখা যায়। এছাড়াও বাইককে চাপা দেওয়া দুটি বাসের একটি বাসের দুই দিকেই ফ্রন্ট ভিউ দেখতে পাওয়া যায়। অর্থাৎ, উভয় দিকেই বাসের সামনের অংশ রয়েছে।

এছাড়াও ভিডিওটির নিচের ডান কোণে ‘MINIMAX | Hailuo Ai’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Hailuo Ai’ মিনিম্যাক্স নামের একটি চাইনিজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৬ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৬ সেকেন্ড।

বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Cantilux এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৭ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে মোটরসাইকেল দুর্ঘটনার আসল ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • KN Dream Drive Facebook Page Post
  • Cantilux
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img