সম্প্রতি ‘বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা। ইরানের এসেম্বলিতে অনুষ্ঠিত গ্লোবাল হিউমার সম্মেলনে পেরুর প্রেসিডেন্ট এমারসন গ্যোটের বর্টির বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন।’ ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরানের সংসদ ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলিতে ‘গ্লোবাল হিউমার সম্মেলন’ নামে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি এবং কথিত পেরুর প্রেসিডেন্ট এমারসন গ্যোটের বর্টির কর্তৃক বৈধ প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়নি। এছাড়া, উক্ত অনুষ্ঠানে কথিত ঘোষণার ছবি দাবিতে মালির মন্ত্রী পরিষদের একাংশের সংযুক্ত আরব আমিরাত সফরের পুরোনো ছবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই-১, ২
এ বিষয়ে অনুসন্ধানে পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ সালের ২০ মে প্রকাশিত পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের সর্বশেষ দুটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ও দ্বিতীয় ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এসব ছবি সংযুক্ত আরব আমিরাতে এক সরকারি কর্ম সফরে মালির প্রধানমন্ত্রীর আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী মিসেস রিম ইব্রাহিম আল হাশিমির সাথে সাক্ষাতের সময়ের।
ছবি যাচাই– ৩
এ বিষয়ে অনুসন্ধানে মালির প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ২০১৯ সালের ১৯ মে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে মালির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ২০১৯ সালের ১৯ থেকে ২১ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে একটি কর্ম সফরের চিত্র।
উল্লেখ্য, ইরানের সংসদ ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলিতে ‘গ্লোবাল হিউমার সম্মেলন’ নামে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এছাড়া, পেরুর বর্তমান প্রেসিডেন্টের নাম দিনা বলুয়ার্তে, এমারসন গ্যোটের বর্টির নয়। তাই, ইরানের সংসদ ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলিতে ‘গ্লোবাল হিউমার সম্মেলন’ নামক কথিত সম্মেলনে পেরুর প্রেসিডেন্টে এমারসন গ্যোটের বর্টির কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার তথ্যটি বানোয়াট।
উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইরানের সংসদে অনুষ্ঠিত কথিত সম্মেলনে পেরুর কথিত প্রেসিডেন্ট এমারসন গ্যোটের বর্টির শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করার ছবি দাবিতে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী রিম আল হাশিমির সাথে মালির প্রধানমন্ত্রীর একাধিক পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Primature du Mali – Facebook Post
- Primature du Mali – X Post