তামিল অভিনেত্রী মনিকার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি ৮ বছর পূর্বের

সম্প্রতি, “ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলিম হলেন তামিল অভিনেত্রী মনিকা!” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তামিল চলচ্চিত্র অভিনেত্রী মনিকার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি প্রায় ৮ বছর পূর্বের।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ভারতের অনলাইন সংবাদমাধ্যম মুসলিম মিরোরে ২০১৪ সালের ৩১ মে ‘Tamil actress Monika converts to Islam and quits cinema‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Muslim Mirror website

পাশাপাশি, ঐ সময়ে মনিকার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে

তামিল
Screenshot from Times of India website

মূলত, ২০১৪ সালের ৩০ মে তামিল অভিনেত্রী মনিকা তার বাবা-মা’র উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের তথ্যটি নিশ্চিত করেন এবং তার নতুন নাম এমজি রহিমা বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি টাকা কিংবা প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইসলামের নিয়ম কানুন ও রীতিনীতি পছন্দ করেই আমি এ ধর্ম গ্রহন করেছি।” পরবর্তীতে তিনি আর চলচিত্রে অভিনয় না করার ঘোষণা দেন। মনিকার (বর্তমান নাম রহিমা) ইসলাম ধর্ম গ্রহণের ৮ বছর পুরোনো এই তথ্যটি সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ না করেই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Also Read: স্তন দিয়ে শ্বাসরোধ করে ঢাবি শিক্ষককে হত্যা চেষ্টা শীর্ষক তথ্যটি মিথ্যা

প্রসঙ্গত, ২০১৫ সালে মালিক নামক এক উদ্যোক্তাকে বিয়ে করেন তিনি।

অর্থাৎ, ২০১৪ সালে তামিল চলচ্চিত্র অভিনেত্রী মনিকার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাকে পূর্বের তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলিম হলেন তামিল অভিনেত্রী মনিকা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Muslim Mirror: https://muslimmirror.com/eng/tamil-actress-monika-converted-to-islam-to-quit-cinema/
  2. FilmiBeat: https://www.filmibeat.com/tamil/news/2014/actress-monica-paravana-converted-to-islam-religion-141603.html
  3. Times of India: https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/islam-converted-actress-monika-to-tie-the-knot/articleshow/45756699.cms
  4. Times of India: https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/actress-monika-alias-raheema-weds-malik/articleshow/45841768.cms

আরও পড়ুন

spot_img