এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালী প্রতিমার প্রতিকৃতিটি দীপাবলি উৎসবের নয়

সম্প্রতি “নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং’এ দীপাবলি উপলক্ষে মা কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে আলোক সজ্জায়” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালী প্রতিমার প্রতিকৃতিটি দীপাবলি উৎসবের জন্য নয় বরং ২০১৫ সালে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরিতে Projecting Change নামে একটি প্রজেক্টের আওতায় কালী প্রতিমার প্রতিকৃতি ছাড়াও Cecil the lion নামে একটি সিংহের প্রতিকৃতি ও বিপন্ন আরও অনেক প্রাণীর প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘The Indian Express’ এ ২০১৫ সালের ১৩ আগস্ট “When ‘Goddess Kali’ emerged over New York’s Empire State building” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর Obscura Digital নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ আয়োজনে Projecting Change নামে একটি আর্টওয়ার্ক প্রদর্শনীর আয়োজন করেন চলচ্চিত্র নির্মাতা লুইস সাইহোইওস৷ এই প্রজেক্টটির উদ্দেশ্য ছিল, বিপন্ন প্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরি করা। 

পরবর্তীতে আরেকটি ভারতীয় গণমাধ্যম ‘Firstpost’ এ ২০১৫ সালের ১০ আগস্ট “Goddess Kali showcased on the Empire State building in NYC and here’s why” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, এন্ড্রয়েড জোন্স নামে একজন শিল্পী কালীর এই প্রতিকৃতি তৈরি করেন। কালী হচ্ছে সময়, পরিবর্তন, ক্ষমতা ও ধ্বংসের দেবী। প্রকৃতিকে রক্ষায় বিলুপ্তি ও দূষণ প্রতিরোধে কালী প্রতিমার মতোই একজন অবতার প্রয়োজন। 

এই প্রতিবেদনটির সূত্র ধরে এন্ড্রয়েড জোন্সের ফেসবুক একাউন্টে ২০১৫ সালের ৫ আগস্ট প্রকাশিত কালী প্রতিমার ছবিটি খুঁজে পাওয়া যায়। 

ছবিটির শিরোনামে তিনি লিখেন, “টাওয়ার ৩১ এর ছাদ থেকে তোলা এই শটটি তৈরি করতে আমি বেশ কয়েকটি ফটো একত্রিত করেছি।” 

এছাড়া ছবিতে তিনি  #projectingchange #racingextinction নামে দুইটি হ্যাশট্যাগও ব্যবহার করেন৷ যার সঙ্গে উল্লেখিত প্রতিবেদন দুইটির তথ্যের মিল খুঁজে পাওয়া যায়। 

মূলত, ২০১৫ সালের আগস্টে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরিতে Projecting Change নামে একটি প্রজেক্টের আওতায় কালী প্রতিমার প্রতিকৃতি প্রদর্শিত হয়েছিল। তবে এটি ছাড়াও Cecil the lion নামে একটি সিংহের প্রতিকৃতিসহ বিপন্ন আরও অনেক প্রাণীর প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। এর মধ্যে আর্টওয়ার্কের মাধ্যমে কালী প্রতিমার প্রতিকৃতিটি তৈরি করেন এন্ড্রয়েড জোন্স নামে একজন শিল্পী। তবে এই ছবিটিকেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দীপাবলি উৎসব উপলক্ষে কালী প্রতিমার প্রতিকৃতি প্রদর্শনী দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দীপাবলি উৎসব উপলক্ষে কালী প্রতিমার প্রতিকৃতি প্রদর্শনী দাবিতে প্রচারিত ছবিটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img