সম্প্রতি, “আলহামদুলিল্লাহ , আবারো কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগীতায় বাংলাদেশী হাফেজ আবু রাহাত প্রথম স্থান অর্জন করেছে।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাফেজ আবু রাহাত কুয়েত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়নি বরং সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কুয়েত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘Nesar Ahammed- নেছার আহমাদ’ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে জনাব নেছার তার ছাত্র হাফেজ আবু রাহাত এর ছবি সংযুক্ত করে তার জন্য দোয়া চেয়েছেন যেন সে কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম হতে পারে।
এছাড়াও উক্ত পেজটিতে হাফেজ আবু রাহাতের বাংলাদেশি প্রতিনিধি হিসেবে কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ক একাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়।
মূলত, কুয়েতে আসন্ন বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আবু রাহাতের নির্বাচিত হওয়ার তথ্যটি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা নেছার আহমেদ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন এবং তার ছাত্র হাফেজ আবু রাহাত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় যেন প্রথম স্থান অর্জন করে এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
তবে, কুয়েতে আসন্ন বিশ্ব কোরআন প্রতিযোগিতা সম্পর্কিত কুয়েতের সরকারি ওয়েবসাইটে একটি পাতা খুঁজে পাওয়া গেলেও সেখানে অনুষ্ঠান শুরুর তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ইতিমধ্যেই অনেক ফেসবুক ব্যবহারকারীরা হাফেজ আবু রাহাতের কুয়েত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টিকেই কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগীতায় সে প্রথম হয়েছে দাবিতে ভুলভাবে প্রচার করছেন।
আরো পড়ুনঃ এটি স্ফটিক করা অভিধান বই, সমুদ্র তলদেশ থেকে তোলা অক্ষত কোরআন নয়
উল্লেখ্য, হাফেজ আবু রাহাত ২০২০ সালে এনটিভিতে অনুষ্ঠিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
অর্থাৎ, হাফেজ আবু রাহাতের কুয়েত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া এবং ঐ প্রতিযোগিতায় প্রথম হতে চেয়ে দোয়া চাওয়ার বিষয়টিকে কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবু রাহাত প্রথম হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগীতায় বাংলাদেশী হাফেজ আবু রাহাত প্রথম স্থান অর্জন করেছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Neshar Ahammed FB Post: https://www.facebook.com/103266414588260/posts/466974504884114/
- Kuwait Gov Site: https://e.gov.kw/sites/kgoenglish/Pages/Services/AWQAF/Kuwait’sMajorCompetitionForConservationReciteHolyQuran.aspx / Archive: https://archive.ph/I8i1z
- NTV: https://www.ntvbd.com/bangladesh/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-749085