সম্প্রতি “হাফেজ শিহাবুল্লাহ ক্রোয়েশিয়ার আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হচ্ছে
গত ১ অক্টোবর ফেসবুকে ‘Mumin Tv24’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়েছে, “মাত্র নয় বছর বয়সে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫-তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশকে পিছনে ফেলে ৩য় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ মুহাম্মাদ শিহাবুল্লাহ।” উক্ত পোস্টে প্রতিযোগিতায় অর্জন করা সার্টিফিকেট হাতে এক শিশুর ছবিও যুক্ত করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, হাফেজ শিহাবুল্লাহ ক্রোয়েশিয়ার আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারের ঘটনা সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৮ সালে হাফেজ শিহাবুল্লাহ এই অর্জন লাভ করেন।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর অনলাইন সংবাদমাধ্যম Jogonews24 এর ওয়েবসাইটে বাংলাদেশি ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহর ইউরোপ জয় শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “কুরআনের ছোট্ট পাখি ৯ বছরের শিশু হাফেজ শিহাবুল্লাহ। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে ইউরোপ জয় করেছেন। ফুটবলে জনপ্রিয় দেশটি প্রতিবছরই পবিত্র কুরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল প্রতিযোগিতার ২৫তম আসর। এ আসরে বিশ্বের ৪৩টি দেশের প্রতিযোগি অংশগ্রহণ করে।”
পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবে প্রতিযোগিতাটির চ্যানেল ‘Qur’an Competition Zagreb Croatia’ এ ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর “25th International Qur’an Competition Zagreb Croatia” শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্রোয়েশিয়ার আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতার ২৫তম আয়োজনের উক্ত ভিডিওর ২:৫৭:২০ ঘন্টা সময় থেকে শিহাবুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।
উক্ত ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় যে, শিহাবুল্লাহ ২০১৮ সালের ক্রোয়েশিয়ার আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতার ২৫তম আয়োজনে অংশগ্রহণ করেছিল।
তাছাড়া, একই চ্যানেল গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর প্রতিযোগিতাটির ২৮তম আয়োজনের সরাসরি সম্প্রচারিত ভিডিও (ভিডিও ১, ভিডিও ২, ভিডিও ৩,ভিডিও ৪) খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এবারের আয়োজনে কোনো বাংলাদেশী ছিল না।
এছাড়া, ২০১৮ সালে শিহাবুল্লাহ’র ৩য় স্থান অর্জনের পোস্টও খুঁজে পাওয়া যায় ফেসবুকে। দেখুন এখানে, এখানে।
মূলত, ২০১৮ সালে ক্রোয়েশিয়ার ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশের মোহাম্মদ শিহাবুল্লাহ। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, হাফেজ শিহাবুল্লাহ’র ক্রোয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারের ঘটনাটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jagonews24: বাংলাদেশি ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহর ইউরোপ জয়
- Youtube: 25th International Qur’an Competition Zagreb Croatia Live Stream
- প্রতিযোগিতার ২৮তম আয়োজন: ভিডিও ১, ভিডিও ২, ভিডিও ৩,ভিডিও ৪