শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার ভিডিওটি ভারতে লকডাউনে মসজিদ বন্ধ থাকার সময়ের

সম্প্রতি “ভারতে লাউডস্পিকারে আযান নিষিদ্ধ করেছে কিন্তু আল্লাহর রহমতে আযানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে
ভিডিওটির আর্কাইভ দেখুন এখানে

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানেএখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এখানে


ইউটিউবে প্রচারিত ভিডিও  দেখুন এখানে, এখানে, এখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে। 

ভিডিওটিতে যা দাবি করা হচ্ছে

ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তায় সমবেত হয়ে কয়েকজন আযান দিচ্ছেন। আযানের ওই ভিডিওতে এডিট করে “ভারতে লাউডস্পিকারে আযান নিষিদ্ধ করেছে কিন্তু আল্লাহর রহমতে আযানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে। ইসলামকে দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারও নেই” শীর্ষক একটি বার্তা সংযুক্ত করে দেওয়া হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ভারতে মাইকে আযান নিষিদ্ধের প্রতিবাদস্বরূপ রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার নয়, বরং এটি ২০২০ সালে করোনাকালীন সময়ে মসজিদ বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার ভিডিও।

রিভার্স ইমেজ সার্চে, ৮ এপ্রিল ২০২০ তারিখে Oneindia Kannada নামে একটি ইউটিউব চ্যানেলে “The Muslim community stood in the middle of the road and prayed to Allah (কান্নাডা থেকে অনুদিত)” শীর্ষক শিরোনামে ভিডিওটি প্রথম খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ১৭ এপ্রিল ২০২০ তারিখে Nitin Thakur নামে একটি ফেসবুক আইডিতে “মসজিদ বন্ধ থাকলে রাস্তায় শুরু হয়, কি করে বুঝাবো… 😠😠😡😠😠 (হিন্দি থেকে অনুদিত)” শীর্ষক শিরোনামে এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

২০ এপ্রিল ২০২২ তারিখে Nitin Thakur এর পোস্টটি শেয়ার করে Varda Khan নামে একটি আইডি থেকে বলা হয়, “এই ভিডিও টা ভুল ভাবে দেখানো হচ্ছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে কোন জায়গায় রোগ বেড়ে গেলে ইশার পর সেখানে দাড়িয়ে আজান দিলে রোগ কমে যায়। এই লোকগুলো এখানেও একই কাজ করছে। নামাজ পড়া হচ্ছে না। এবং ভিডিও তে সামাজিক দূরত্বেরও খেয়াল রাখা হয়েছে। কোনো রাজনীতি নয় 🙏🙏” 

পরবর্তীতে, ২০ এপ্রিল ২০২০ তারিখে India News Nation নামের আরেকটি ইউটিউব চ্যানেলেও “If the mosque is closed, they start in road, how to explain to them (হিন্দি থেকে অনুদিত)” শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, এই ভিডিওটি দু’বছর আগের একটি ভিডিও।

মূলত, ২০২০ সালে ভারতে করোনা মহামারি প্রকোপ বেড়ে গেলে লকডাউন চলাকালীন সময়ে মসজিদ বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের হাওড়া এলাকায় মুসলমান পুরুষেরা রাস্তায় দাঁড়িয়ে আযান দেন। সেই আযানের ভিডিও বর্তমানে ভারতে মাইকে আযান নিষিদ্ধের প্রতিবাদে রাস্তায় আযান দেওয়ার ভিডিও দাবিতে প্রচারিত হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে ভারতের এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশে দু’টি মসজিদে আযানের সময়ে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। 
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে ধর্ম সংক্রান্ত বিভিন্ন গুজবকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, ২০২০ সালের করোনাকালীন সময়ে লকডাউনের কারণে মসজিদ বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার ভিডিওকে ভারতে মাইকে আযান নিষিদ্ধের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img