সম্প্রতি “কাতারে একসাথে ১২০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে” শীর্ষক শিরোনামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে।
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাতারে ১২০ জনের একসাথে ইসলাম গ্রহণের দাবিতে প্রচারিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০১৮ সালের মার্চে কাতারের চ্যালেঞ্জার নামে একটি কোম্পানিতে কর্মরত ৬০ জন ফিলিপাইনের নাগরিকের ইসলাম গ্রহণের।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Stories of New Muslims নামের একটি চ্যানেলে ২০১৮ সালের ১১ মার্চ “Convert to islam 60 men in Qatar” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ কাতারে চ্যালেঞ্জার কোম্পানির ৬০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে।
পরবর্তীতে Lama Ammar নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১১ মার্চ “The conversion of 60 Filipinos to Islam is now in the Challenger Company in Al-Shahaniya in Doha .. Qatar (আরবি থেকে অনুদিত)” শীর্ষক শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

আরবি ভাষায় লেখা ভিডিওটির বিস্তারিত বিবরণী অনুবাদের মাধ্যমে জানা যায়, কাতারের দোহার আল শাহানিয়ার চ্যালেঞ্জার কোম্পানিতে ৬০ জন ফিলিপাইনের নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
এছাড়া Mawaidha by Sekenke নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৪ মার্চ “60 Filipinos convert to Islam” শীর্ষক শিরোনামে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ কাতারে ১২০ জনের একসাথে ইসলাম গ্রহণের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০১৮ সালের।
মূলত, ২০১৮ সালের মার্চে কাতারের দোহার আল শাহানিয়ার চ্যালেঞ্জার কোম্পানিতে ৬০ জন ফিলিপাইনের নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তাদের ধর্মান্তরিত হওয়ার সেই সময়ের ধারণকৃত একটি ভিডিও সম্প্রতি “কাতারে একসাথে ১২০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ” করার দাবিতে নতুন করে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ কাতারে ১২০ জনের একসাথে ইসলাম গ্রহণের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, কাতারে ১২০ জনের একসাথে ইসলাম গ্রহণের দাবিতে প্রচারিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়; এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Stories of New Muslims: Convert to islam 60 men in Qatar
- Lama Ammar: The conversion of 60 Filipinos to Islam is now in the Challenger Company in Al-Shahaniya in Doha .. Qatar
- Mawaidha by Sekenke: 60 Filipinos convert to Islam