গত ০৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণায় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেছে দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা। এরই প্রেক্ষিতে ‘বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলংকার স্টেশনে কাছে ট্রেনে আগুন দিল বিএনপি নেতাকর্মীরা।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির সাম্প্রতিক মনোনয়ন ইস্যুতে দলটির কোনো মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের চট্টগ্রামে রেল স্টেশনের কাছে ট্রেনে অগ্নিসংযোগ করার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ঢাকার গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ জানুয়ারি ‘এবার গোলাপবাগে ট্রেনে আগুন নাশকতাকারীদের, দগ্ধ অনেকে’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির বেশ কিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:১০ থেকে ০১:০০ পর্যন্ত অংশের কিছু অংশ বিশেষ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ঢাকার গোলাপবাগ এলাকায় ভারত থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের অগ্নিসংযোগ ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, এ বিষয়ে গণমাধ্যম ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৫ জানুয়ারি ‘ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত বেড়ে ৪’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাত ০৯ টার দিকে রাজধানী ঢাকার কমলাপুরের গোলাপবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। উক্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
একই বিষয়ে সময় টিভির ওয়েবসাইটে ‘ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং ঘটনাটি চট্টগ্রামে ঘটেনি।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা গতকাল রাতে চট্টগ্রামে মহাসড়ক ও সীতাকুণ্ডে রেললাইন অবরোধ করে।
সুতরাং, চট্টগ্রামে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য দাবিতে ২০২৪ সালে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SOMOY TV – এবার গোলাপবাগে ট্রেনে আগুন নাশকতাকারীদের, দগ্ধ অনেকে
 - ইত্তেফাক – ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত বেড়ে ৪
 
SOMOY TV – ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন


                                    


