কুমিল্লায় তারেক রহমানকে নিয়ে টিনের চালে কাউয়া শীর্ষক স্লোগান দেওয়ার ভিডিওটি সম্পাদিত 

গতকাল (০৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচনের জন্য ২৩৭ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছেন৷ কুমিল্লা-৬ আসনে মনোনীত হয়েছেন মোঃ মনিরুল হক চৌধুরী। একই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে কুমিল্লা নগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এই নেতার সমর্থকরা। 

উক্ত বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের ‘টিনের চালে কাউয়া–তারেক জিয়া শাউয়া’ কথিত স্লোগান দিতে শোনা যায়। 

উক্ত ভিডিওটি যুক্ত করে একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল (০৩ নভেম্বর) হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা তারেক রহমানকে নিয়ে এমন কোনো স্লোগান দেননি বরং, ভিন্ন একটি ভিডিওর সাথে আলোচিত স্লোগানের অডিওটি সম্পাদনা করে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক আজগরা-লাকসাম’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (০৩ নভেম্বর) রাত ১০ টা ২৫ মিনিটে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

তবে, ৪৮ সেকেন্ডের উক্ত ভিডিওতে কোথাও তারেক রহমানকে নিয়ে স্লোগান দিতে শোনা যায়নি। 

এছাড়া, কুমিল্লার স্থানীয় দৈনিক কুমিল্লার কাগজের ফেসবুক পেজেও গতকাল রাত ১১ টা ২৮ মিনিটে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর প্রথম দিকের কিছু অংশের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ০৯ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওর কোথাও ‘টিনের চালে কাউয়া–তারেক জিয়া শাউয়া’ শীর্ষক কোনো স্লোগান দিতে শোনা যায়নি। 

এমনকি হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা কুমিল্লা নগরীর অন্যান্য স্থানেও বিক্ষোভ করেছে। সেখানেও এমন স্লোগান দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য গতরাতে বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক গণমাধ্যমকর্মীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। 

কুমিল্লার কাগজের উপ সম্পাদক ও খবরের কাগজের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত বলেন, তারেক রহমানকে নিয়ে এমন কোনো স্লোগান গত রাতের বিক্ষোভ মিছিলে দেওয়া হয়নি। 

এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু বলেন, এমন কোনো স্লোগান দেওয়া হয়নি বরং ‘তারেক রহমান বীরের ভেসে– আসবে ফিরে বাংলাদেশ’ এমন স্লোগান দেওয়া হয়েছে। 

ইনডিপেনডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি বলেন, এমন স্লোগান দেওয়া হয়নি। 

সুতরাং, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের ‘‘টিনের চালে কাউয়া–তারেক জিয়া শাউয়া’ শীর্ষক স্লোগান দেওয়ার ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img