সম্প্রতি, “Brazil এমন একটা দেশ যেখানে আযান নিষিদ্ধ আর Argentina এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে কেউ আল্লাহ্র নাম নিতে পারে না” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিলে আযান দেওয়া নিষিদ্ধ এবং আর্জেন্টিনায় আল্লাহর নাম প্রকাশ্যে মুখে নিতে না পারার বিষয়টি সত্য নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত উক্ত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
মূলত, ব্রাজিলে কোথাও আযান দেওয়া নিষিদ্ধ নয় এবং আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহ্র নাম নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনোপ্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই “Brazil এমন একটা দেশ যেখানে আযান নিষিদ্ধ আর Argentina এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে কেউ আল্লাহ্র নাম নিতে পারে না” শীর্ষক দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু সময় যাবৎ প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, একই দাবিতে ফেসবুকে ইতিপূর্বে আলোচিত তথ্যটি ছড়িয়ে পড়লে সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।