সম্প্রতি “নাউজুবিল্লাহ। ইসলামের চেয়ে সনাতন ধর্ম অনেক ভালো। ডঃ দিপু মনি” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কোনো বক্তব্য দেননি বরং তার সাম্প্রতিক একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Al Minar নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৩০ আগস্ট “নাউজুবিল্লাহ। ইসলামকে নিয়ে কটুক্তি করলো ডা. দীপু মনি। ইসলামের চেয়ে সনাতন ধর্ম অনেক ভালো। ডঃ দিপু মনি” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওতে শিক্ষামন্ত্রী বলেন, আগে বাঙালি না আগে মুসলমান এটা তো কোনো প্রশ্নের বিষয় না। এই যে বিয়েতে গায়ে হলুদ হয়; এটা মুসলিম বিয়ের কোন অংশ; বলেন? কোথায়? যারা ইসলাম ইসলাম বলে পাগল করে ফেলছেন, তাদের ছেলে-মেয়ের বিয়েতে গায়ে হলুদ সহ সবই হচ্ছে। মুসলিম বিয়ে খালি তো কবুল পড়া, সাক্ষ্য দেওয়া দোয়া পড়া। তার বাইরে মুসলিম বিয়েতে আর তো কিছু নেই।
দীপু মনি আরও বলেন, বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এখন হঠাৎ নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে। কিন্তু এ বিষয়গুলো বাংলাদেশে মীমাংসিত। মীমাংসিত বিষয়গুলোকে কারা কাদের স্বার্থে, কোন স্বার্থে অমীমাংসিত করছে এবং কারা এগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে? বিশ্ব এগিয়ে যাচ্ছে; সমাজ এগিয়ে যাচ্ছে। আমরা এখন রোবোটিক্স নিয়ে কথা বলব; আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলব। এখন তো নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলার সময় না। কপালে টিপ আছে কি নেই- এটা নিয়ে প্রশ্ন হতে পারে না।
বক্তব্যের এক পর্যায়ে দেশে দেশে সাংস্কৃতিক বৈচিত্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যারা মুসলমান আছে তারা উলুধ্বনি করে না? আমাদের এ ভূখণ্ডে আসলে সেটা সনাতনধর্মাবলম্বীরা করে। এগুলা সব সাংস্কৃতিক অনুষঙ্গ।
ভিডিওতে থাকা পুরো বক্তব্যে এর বাইরে ডা. দীপু মনিকে কোথাও ইসলাম ধর্মকে কটুক্তি করা কিংবা ইসলাম ও সনাতন ধর্মের মধ্যে তুলনা করতে দেখা যায়নি। পাশাপাশি মূলধারার কোনো গণমাধ্যমেও ডা. দীপু মনির কোথাও ইসলাম ধর্মকে কটুক্তি করা কিংবা ইসলাম ও সনাতন ধর্মের মধ্যে তুলনা করা নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া ইউটিউবের এই ভিডিওটিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে উল্লেখ করা হলেও তিনি মূলত মুসলিম।
এ সংক্রান্ত তথ্য অনুসন্ধানে মূলধারার অনলাইন গণমাধ্যম Purboposhchimbd.com এ ২০১৯ সালের ৭ জানুয়ারি “ডা. দীপু মনির জীবন বৃত্তান্ত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডা. দিপু মনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্র লীগের প্রথম কাউন্সিল-নির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদের কন্যা।
একইসাথে জাতীয় দৈনিক যুগান্তরে একই বছরের ৯ আগস্ট “দীপু মনির স্বামী গুরুতর অসুস্থ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামীর নাম তৌফীক নাওয়াজ। তিনি একজন আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য।
মূলত, গত ৩০ আগস্ট নারীর কথিত ছোট পোশাকের বিরুদ্ধে আপত্তি তুলে সম্প্রতি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থীর মানববন্ধনের তীব্র সমালোচনা করে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বক্তব্যে কোথাও ইসলাম ধর্মকে কটুক্তি করা কিংবা ইসলাম ও সনাতন ধর্মের মধ্যে তুলনা করে তিনি মন্তব্য করেননি। তার এই বক্তব্যকেই বিকৃতভাবে উপস্থাপন করে ইসলাম ধর্মকে কটুক্তি করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে প্রচার করা হচ্ছে। এছাড়া ভিডিওতে তাকে হিন্দু হিসেবে দাবি করা হলেও তিনি মূলত মুসলিম।
উল্লেখ্য, ভিডিওটির ৬ মিনিট ২৫ সেকেন্ডে ভিডিওটির উপস্থাপক বলেন, ডা. দীপু মনি ক্ষমতায় আসার পর থেকে প্রথম শ্রেণি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বই থেকে ইসলাম সম্পর্কিত বিষয়গুলো তুলে দিয়ে বিভিন্ন হিন্দু ধর্মীয় কিচ্ছা-কাহিনী তুলে দিয়েছেন।
তবে রিউমর স্ক্যানার ইতোপূর্বে উপস্থাপকের এই বক্তব্যকে মিথ্যা হিসেবে উল্লেখ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, ইসলামের চেয়ে সনাতন ধর্ম অনেক ভালো শীর্ষক কোনো বক্তব্য শিক্ষামন্ত্রী ডা. দীপু দেননি; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Al Minar_Youtube: নাউজুবিল্লাহ। ইসলামকে নিয়ে কটুক্তি করলো ডা. দীপু মনি। ইসলামের চেয়ে সনাতন ধর্ম অনেক ভালো। ডঃ দিপু মনি
Purboposhchimbd.com: ডা. দীপু মনির জীবন বৃত্তান্ত
Daily Jugantor: দীপু মনির স্বামী গুরুতর অসুস্থ
Daily Samakal: নারীর পোশাকের দৈর্ঘ্য মাপলে বিয়েতে গায়ে হলুদ কেন: দীপু মনি