ঢাকায় আওয়ামী লীগের সমর্থনে সমাবেশ দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল সমাবেশ ও স্লোগান হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই ভিডিওটি রাজধানী ঢাকার কথা উল্লেখ ব্যতীতও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়। এমন দাবি দেখুন এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত কোনো সমাবেশের নয়। প্রকৃতপক্ষে, গত বছর কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত একদফা আন্দোলনের সময় পিরোজপুরের মঠবাড়ীয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় সমাবেশের পেছনে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বোর্ড দেখতে পাওয়া যায়। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে MB tv নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট প্রচারিত একই দিনের ভিন্ন আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison by Rumor Scanner 

ভিডিওটিতেও একই ব্যক্তিকে মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ৩ আগস্ট ধারণ করা হয়েছে। দেশব্যাপী চলা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সেদিন মঠবাড়িয়ায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। এছাড়াও শিরোনাম থেকে জানা যায়, ভিডিওতে বক্তব্য প্রদানকারী উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ওই প্রতিবাদ মিছিল ও সমাবেশের একাধিক ছবি সংবলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। এছাড়া, আরেকটি পোস্টে একটি ভিডিও পাওয়া যায়। এই সূত্রগুলো থেকেও একই তথ্য পাওয়া যায়।

এছাড়াও অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের বিশাল জনসমাবেশ করার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৪ সালের পুরোনো সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত সমাবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img