গত ২৪ অক্টোবর (শুক্রবার) অন্তত বিকেল থেকে স্লোগানের একটি ভিডিও অনলাইনে প্রচার করে দাবি করা হয়েছে, ‘জুম্মার নামাজ শেষে ধানমন্ডির সামনে জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত শেখ হাসিনা সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গত ২৪ অক্টোবরে ধানমন্ডির সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের নয় বরং, ২০২৪ সালের ১৭ অক্টোবরে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দৈনিক যায়যায়দিনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ অক্টোবর “মতিয়া চৌধুরী জানাজায় হঠাৎ জয় বাংলা স্লোগান” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর প্রায় ৩ মিনিট পরবর্তী সময়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর প্রথম জানাজা রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে সামনে সম্পন্ন হয়। এছাড়া, জানাজার সময় সমবেতদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, শেখ হাসিনার সরকার, বার বার দরকার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
অর্থাৎ, ভিডিওটি গত ২৪ অক্টোবরে আওয়ামী লীগের স্লোগানের নয়, ২০২৪ সালের।
উল্লেখ্য, আলোচিত ঘটনার ভিডিওটি এর আগে গেল ৫ সেপ্টেম্বর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান দাবিতে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ২০২৪ সালে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের দৃশ্যকে গত ২৪ অক্টোবরে ধানমন্ডির সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Jaijaidin – মতিয়া চৌধুরী জানাজায় হঠাৎ জয় বাংলা স্লোগান
- Kaler Kantho – মতিয়া চৌধুরীর জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান
- Rumor Scanner’s analysis





