গেল ৫ সেপ্টেম্বর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি “০৫ সেপ্টেম্বর ২০২৫ দৌড়াদৌড়ির দিন শেষ দাড়িয়ে আছে বাংলাদেশ” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে সমবেতদের ‘একাত্তরের হাতিয়ার জ্বলে উঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার একাত্তরের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, শেখ হাসিনার সরকার, বার বার দরকার” স্লোগান দিতে শোনা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গত ৫ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের নয় বরং, ২০২৪ সালে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক যায়যায়দিনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ অক্টোবর “মতিয়া চৌধুরী জানাজায় হঠাৎ জয় বাংলা স্লোগান” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩ মিনিট ২ সেকেন্ড অংশ থেকে ৩ মিনিট ৩১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।   

Comparison: Rumor Scanner 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক কালের কণ্ঠের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর প্রথম জানাজা রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে সামনে সম্পন্ন হয়। এছাড়া, জানাজার সময় সমবেতদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, শেখ হাসিনার সরকার, বার বার দরকার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। 

অর্থাৎ, ভিডিওটি গত ৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের স্লোগানের নয়, ২০২৪ সালের। 

সুতরাং, ২০২৪ সালে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানের ভিডিওকে গত ৫ সেপ্টেম্বরের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img