২৪ অক্টোবরে এনসিপির সংঘর্ষে একজন নিহত হওয়ার ভুয়া দাবি প্রচার 

গতকাল (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় পূর্ববিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমন্বয় সভা চলাকালে দলটির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

উক্ত ঘটনায় একজন নিহত হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। প্রকৃতপক্ষে, ওই সংঘর্ষের একটি ভিডিও ব্যবহার করে সূত্রহীনভাবে একজন নিহত হওয়ার মিথ্যা দাবি প্রচার করা হচ্ছে।

শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে জাতীয় দৈনিক সমকালের লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে গতকাল (২৪ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। 

Video Comparison By Rumor Scanner 

সমকাল কর্তৃপক্ষ তাদের ভিডিওর ক্যাপশনে উল্লেখ করেছে, সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন।

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফ আহত হন।

দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এনসিপির উক্ত সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন আহতের তথ্য উল্লেখ করেছে। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

অর্থাৎ, গণমাধ্যমে গতকালের সংঘর্ষের ঘটনায় হতাহতের তথ্য পাওয়া গেলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, গতকাল এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img