আপনি কি ভাবতে পারেন, সম্প্রতি যে বছরটা ফেলে এসেছেন সেই বছরে অন্তত চৌদ্দশত গুজব অনলাইনে ছড়িয়েছিল? অবাক লাগলেও বিষয়টি সত্য। সদ্য ফেলে আসা বছরটিতে (২০২২ সাল) রিউমর স্ক্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় গণমাধ্যমে প্রচারিত ১৪০০টি গুজব, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। যা বাংলাদেশের যে কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রেই রেকর্ড।
এর মধ্যে ধর্মীয় বিষয়ে ২০৬ টি, রাজনীতি নিয়ে ৯২ টি, জাতীয় ইস্যুতে ১১৫ টি, খেলাধুলা নিয়ে ১৫৬ টি ও শিক্ষা বিষয়ে ৩৮ টি গুজব শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এছাড়াও আছে কাতার বিশ্বকাপ নিয়ে ১১১টি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় দেশে ছড়িয়ে পড়া ৬৬টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তের সংখ্যাও।
আমরা রিউমর স্ক্যানার; ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দেশীয় প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের স্বরূপ তুলে ধরেছি এই পরিসংখ্যানে। ফ্যাক্ট-চেকিং হলো কোনো তথ্য, ছবি কিংবা ভিডিওর সত্যতা, সামঞ্জস্যতা এবং সঠিকতা যাচাই কিংবা নির্ণয় করা। মানুষের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিতকরণের জায়গা থেকেই ফ্যাক্ট-চেকিং গুরুত্বপূর্ণ।
ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করা, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সম্প্রদায়কে হেয় প্রতিষ্ঠান করা, অর্জনকে ছোট করে দেখানো কিংবা পক্ষপাতিত্বের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সম্প্রদায়কে অর্জন নিয়ে বাড়িয়ে বলা ইত্যাদি বিষয়গুলোর প্রভাব পড়ে সমাজ, দেশ কিংবা অর্থনীতিতেও। ভুয়া তথ্য রোধ করতে পারলে যেমন বেঁচে যেতে পারে মানুষের জীবন তেমনি রোধ হতে পারে সাম্প্রদায়িক সহিংসতাও।
আমরা ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউজার জেনারেটেড কন্টেন্ট মাধ্যম, ব্লগ ও গণমাধ্যমে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে ভুয়া তথ্য কিংবা বিভ্রান্তিকর তথ্য পেয়ে থাকি। এই পরিসংখ্যানটি আমরা ২০২২ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত আমাদের সাইটে প্রকাশিত সকল শনাক্তকরণ প্রতিবেদন থেকে তৈরি করেছি।
বিশ্লেষণ করলে- জানুয়ারি মাসে ৮২, ফেব্রুয়ারিতে ৯০, মার্চে ১১৯, এপ্রিলে ৯০, মে ৭২, জুন ১৩০, জুলাই ১০৫, আগষ্ট ১৫০, সেপ্টেম্বর ১৩৩, অক্টোবর ১৩০, নভেম্বর ১৪২ এবং ডিসেম্বর মাসে ১৫৭টি গুজব, ভুয়া তথ্য কিংবা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে (প্রতিমাসের আলাদা আলাদা ডাটাসহ প্রতিবেদনগুলো পাওয়া যাবে নিচে)।
এই পরিসংখ্যান তৈরিতে রিউমর স্ক্যানারের সকল ফ্যাক্ট-চেকারদের সমান পরিশ্রম ও অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় আমাদের ভলান্টিয়ার টিম ও ক্যাম্পাস এম্বাসেডরগণেরও অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
রিউমর স্ক্যানার একটি ফ্যাক্ট-চেকিং বা তথ্য-যাচাইকারী উদ্যোগ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ১৭ মার্চ ২০২০ তারিখে রিউমর স্ক্যানার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক উৎস, ফান্ডিং, কার্যক্রম এবং সংস্থার স্বচ্ছতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ২৮ জুলাই ২০২১ সালে রিউমর স্ক্যানার আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এর সদস্যপদ লাভ করে।
বছরজুড়ে সবচেয়ে আলোচিত গুজবসমূহ
- প্রতিমন্ত্রী পলকের যুক্তরাষ্ট্র প্রবেশে বাঁধা ও পুরোনো ছবি প্রচারের দাবিটি মিথ্যা
- সুবর্ণ বারী কি বারাক ওবামার থেকে কখনো কোনো চিঠি পেয়েছে?
- পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে সাংসদ ফখরুল ইমামের বক্তব্যটি মিথ্যা
- বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
- মাশরাফির ৫১০ কোটি টাকার সম্পদ শীর্ষক সংবাদটি মিথ্যা
- ব্রাজিলে আজান নিষিদ্ধ শীর্ষক দাবিটি মিথ্যা
- মেসি ও নেইমারের শরীরে থাকা চোখের ট্যাটু ইলুমিনাতির চিহ্ন নয়
- আওয়ামী লীগ কর্মী নয় বরং জার্সি পরে গুলি চালানো ব্যক্তিটি একজন আনসার সদস্য
- ১১১টি দেশকে পেছনে ফেলে নয়, তাকরিম তৃতীয় হয়েছেন নিজ বিভাগে
- এটি জিয়াউর রহমানের জানাজার ছবি নয়
কাতার বিশ্বকাপের আলোচিত যত গুজব
- ভিডিওটি মেসির মাকে জড়িয়ে ধরার মুহূর্তের নয়
- লিওনেল মেসির ছবি সম্বলিত আর্জেন্টিনার নতুন মুদ্রা তৈরির দাবিটি কতটা সত্য?
- মেসিকে পরিয়ে দেয়া বিস্ত বগুড়ায় তৈরি হয়নি
- ‘পেলের সময় অফসাইডের নিয়ম ছিল না’ শীর্ষক দাবিটি মিথ্যা
- ‘কাতার বিশ্বকাপে এক সপ্তাহে ৫৫৮ জন ইসলাম গ্রহণ করেছে’ শীর্ষক দাবিটি সত্য নয়
- সৌদি ফুটবলারদের রোলস রয়েস উপহার দেয়ার সংবাদটি মিথ্যা
- জুলে রিমে ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে গণ্য করা যাবে না শীর্ষক দাবিটি মিথ্যা
- কাতার বিশ্বকাপে শিয়াকত আলীর রেফারি হওয়ার দাবিটি বিভ্রান্তিকর
- মাতেও লাহোজকে কি ফিফা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দিয়েছে?
- সৌদি ফুটবলারকে জার্মানিতে পাঠানোর দাবিটি মিথ্যা
- ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা পেনাল্টি মিস করেনিব্রাজিলের ৬৬ বছর ধরে
- বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচ না হারার দাবিটি মিথ্যা
২০২২ সালের প্রকাশিত আলোচিত মিথসমূহ
- খাদ্যে টেস্টিং সল্ট ব্যবহার কী ক্ষতিকারক?
- পরীক্ষার আগে ডিম খেলে কী পরীক্ষা খারাপ হয়?
- বাদুড়ের চোখে দেখতে না পাওয়ার দাবির সত্যতা কতটুকু?
- সাপ কি দুধ পান করে?
- চোখ ওঠা রোগে আক্রান্ত ব্যক্তির দিকে তাকালে সুস্থ ব্যক্তির চোখও কি আক্রান্ত হয়?
- তেঁতুল খেলে কি বুদ্ধি কমে এবং রক্ত পানি হয়ে যায়?
- জোড়া কলা খেলে কি যমজ সন্তান হয়?
- দুধ আর আনারস একসাথে খেলে মৃত্যু হয়?
- প্লাস্টিকের চাল; বাস্তব না মিথ?
- ষাঁড় কি লাল কাপড় দেখলে রেগে যায়?
- প্লাস্টিকের ডিম বাস্তব নাকি মিথ?
- গাছ থেকেই কী পৃথিবীর বেশিরভাগ অক্সিজেন উৎপন্ন হয়?
- ঘন ঘন শেভ করলে কি দাড়ি গজায়?
- মাথা ঠোকাঠুকিতে শিং গজায়?
২০২২ সালে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের যে সকল মৃত্যুর গুজব আলোচিত ছিল
- ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুর গুজব
- জার্মানির হাসপাতালে সৌদি ফুটবলার ইয়াসার আল-শেহরানির মৃত্যুর দাবিটি মিথ্যা
- অভিনেতা মিঠুন চক্রবর্তীর মারা যাওয়ার দাবিটি সত্য নয়
- অভিনেতা প্রবীর মিত্রের মারা যাওয়ার দাবিটি মিথ্যা
- অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মারা যাননি
- শিল্পী মমতাজের মারা যাওয়ার দাবিটি মিথ্যা
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
- হানিফ সংকেতের মৃত্যুর খবরটি গুজব
- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর সংবাদটি মিথ্যা
- ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর সংবাদটি মিথ্যা
- চিত্রনায়ক ও সাংসদ ফারুকের মৃত্যুর সংবাদটি মিথ্যা
- ডাঃ মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর সংবাদটি গুজব
- ভারতে হিজাব বিতর্কে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ভাইরাল তরুণী মুসকানের মৃত্যুর খবরটি মিথ্যা
মাসভিত্তিক ২০২২ সালের গুজবসমূহ
- জানুয়ারি মাসে-৮২ লিংক
- ফেব্রুয়ারিতে-৯০ লিংক
- মার্চে-১১৯ লিংক
- এপ্রিল-৯০ লিংক
- মে-৭২ লিংক
- জুন-১৩০ লিংক
- জুলাই-১০৫ লিংক
- আগষ্ট-১৫০ লিংক
- সেপ্টেম্বর-১৩৩ লিংক
- অক্টোবর-১৩০ লিংক
- নভেম্বর-১৪২ লিংক
- ডিসেম্বর-১৫৭ লিংক
মোঃ ছাকিউজ্জামান
সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি এডিটর
rumorscanner.com
+88 01751-589458
[email protected]