ব্রাজিলের ৬৬ বছর ধরে বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচ না হারার দাবিটি মিথ্যা

সম্প্রতি “গত ৬৬ বছরে ধরে বিশ্বকাপের group stage এ কোনো ম্যাচ হারেনি ব্রাজিল এবং গত ৬৪ বছরে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে উঠতে কখনও তৃতীয় ম্যাচের দিকে তাকানো লাগে নাই!” শীর্ষক শিরোনামে দুইটি ভিন্ন ভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৬৬ বছরে ধরে বিশ্বকাপের group stage এ কোনো ম্যাচ হারেনি ব্রাজিল দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল টুয়েন্টি ফোর’ এর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

গত ৬৪ বছরে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে উঠতে কখনও তৃতীয় ম্যাচের দিকে তাকানো লাগে নাই দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,গত ৬৬ বছর ধরে ব্রাজিলের গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হারা ও ৬৪ বছর ধরে দ্বিতীয় রাউন্ডে উঠতে তৃতীয় ম্যাচের উপর নির্ভর না করার তথ্যটি সঠিক নয় বরং গত ২৪ বছরে গ্রুপ পর্বের কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। পাশাপাশি ২০১৪ বিশ্বকাপেও ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যেতে তৃতীয় ম্যাচের উপর নির্ভর করতে হয়েছিল।

৬৬ বছরে ধরে বিশ্বকাপের group stage এ কোনো ম্যাচ হারেনি ব্রাজিল দাবির সত্যতা যাচাই:

Brazil World Cup Group stage‘ কি-ওয়ার্ড সমূহ অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত এই বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল গ্রুপ এ তে ছিল। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড, মরক্কো ও নরওয়ে৷

এর মধ্যে ১৯৯৮ সালের ২৪ জুন অনুষ্ঠিত নরওয়ের সঙ্গে গ্রুপ পর্বের খেলায় ব্রাজিল ১-২ গোলে হেরে যায়৷ 

এছাড়া একই তথ্য ৩৬ বছর দাবিতেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে

তবে অনুসন্ধানে দেখা যায়, গত ২৪ বছরেই অর্থাৎ ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল হারার রেকর্ড রয়েছে।

সুতরাং, গত ৬৬ বা ৩৬ বছর ব্রাজিল গ্রুপ পর্বের কোনো ম্যাচে হারেনি দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। 

উল্লেখ্য, ব্রাজিল ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও গ্রুপ পর্বের খেলায় হাঙ্গেরি ও পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

গত ৬৪ বছরে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে উঠতে কখনও তৃতীয় ম্যাচের উপর নির্ভর করতে হয়নি’ দাবির সত্যতা যাচাই

দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়,  ২০১৪ বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়লাভ ও দ্বিতীয় ম্যাচ ড্র করার কারণে ব্রাজিলকে তৃতীয় বা শেষ ম্যাচ অবদি অপেক্ষা করতে হয়েছিল। এই গ্রুপের প্রথম খেলায় ১৩ জুন ব্রাজিল ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-১ গোলে জয় লাভ করে। পরের ম্যাচে মেক্সিকোর সাথে গোল শূন্য ড্র করে।

গ্রুপের এই অবস্থায় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট bleacherreport.com এ ২০১৪ সালের ১৮ জুন “Brazil vs. Mexico: World Cup Group A Score, Grades and Post-Match Reaction” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, মেক্সিকোর গোল কিপারের ওচুয়ার নৈপুণ্যে দলটির সাথে গোলশূন্য ড্র করে ব্রাজিল।

এই ড্রয়ের ফলে উভয় দলেরই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় রাউন্ডে যেতে এক করে পয়েন্ট প্রয়োজন। অর্থাৎ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষেও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি।

অনুরূপভাবে ২০১৮ সালের গ্রুপ পর্বের খেলাতেও পরের রাউন্ড নিশ্চিত করতে ব্রাজিলকে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। 

২০১৮ বিশ্বকাপে ব্রাজিল ১৮ জুন সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র ও দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার সাথে দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জিতলেও পরের রাউন্ডে যেতে তৃতীয় ম্যাচের উপর নির্ভর করতে হয়েছিল। 

ভারতীয় গণমাধ্যম WIO News এ ২০১৮ সালের ২৭ জুন FIFA World Cup 2018: Brazil need to defy the odds to enter Round of 16 শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ড্র অথবা জয়ের মাধ্যমে ব্রাজিলের পরের রাউন্ড নিশ্চিত হবে৷

অর্থাৎ, প্রথম দুই ম্যাচে কোস্টারিকার সাথে জয় ও সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে। তবে তাদের পরের রাউন্ড নিশ্চিত করতে এই গ্রুপের আরেক দল সার্বিয়ার বিরুদ্ধে জয় অথবা ড্রয়ের প্রয়োজন ছিল। সর্বোপরি, বিগত দুই বিশ্বকাপে (২০১৪ ও ২০১৮) দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলকে তৃতীয় ম্যাচের অপেক্ষা করতে হয়েছিল।

মূলত, কাতার বিশ্বকাপে ব্রাজিলের টানা দুই জয়ের প্রেক্ষিতে ফেসবুকে ৬৬ বছরে ধরে বিশ্বকাপের group stage এ ব্রাজিল কোনো ম্যাচ হারেনি ও গত ৬৪ বছরে দ্বিতীয় রাউন্ডে উঠতে কখনও তৃতীয় ম্যাচের উপর নির্ভর করতে হয়নি শীর্ষক দুইটি তথ্য প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারে অনুসন্ধানে দেখা যায়, সর্বশেষ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল। এছাড়া বিগত দুই বিশ্বকাপে (২০১৪ ও ২০১৮) দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলকে তৃতীয় ম্যাচের অপেক্ষা করতে হয়েছিল। 

সুতরাং, গত ৬৬ বছর ধরে ব্রাজিলের গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হারা ও ৬৪ বছর ধরে দ্বিতীয় রাউন্ডে উঠতে তৃতীয় ম্যাচের উপর নির্ভর না করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img