সম্প্রতি, “জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি কিছক্ষন আগে ইন্তেকাল করেছেন।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর সংবাদটি সত্য নয় বরং তিনি জীবিত আছেন এবং অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনুসন্ধানের মাধ্যমে, ‘Raju Ahammed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আজ ২৯ এপ্রিল ১২ টা ৩৩ মিনিটে করা একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওটিতে ফজলে রাব্বী মিয়াকে তার মেয়ের সাথে কথা বলতে দেখা যায়। উক্ত লাইভ ভিডিওটিতে ফজলে রাব্বি মিয়া সবার উদ্দেশ্যে “আমি ভালো আছি” বলে উল্লেখ করেন।
মূলত, কোনো প্রকার তথ্য সূত্র ছাড়া ভিত্তিহীনভাবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার অসুস্থ অবস্থার কিছু ছবি সংযুক্ত করে তিনি মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ। ২০২১ সালের ১৮ আগস্ট অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতে নেওয়া হয়েছিলো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বরাতে জানা যায় ফজলে রাব্বী মিয়া বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাছাড়া, উল্লিখিত লাইভ ভিডিওটিতেও তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থেকে নড়াচড়া করতে দেখা যায়।
সুতরাং, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Raju Ahammed on Facebook – https://www.facebook.com/story.php?story_fbid=759596618342603&id=100004569275681 / https://perma.cc/Q25L-CWBY
- Siddiqur Rahman on Facebook – https://www.facebook.com/story.php?story_fbid=3281612178735764&id=100006610421638
- Daily Inqilab – গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকার, নেওয়া হচ্ছে ভারতে