সৌদি ফুটবলারদের রোলস রয়েস উপহার দেয়ার সংবাদটি মিথ্যা

সম্প্রতি, “আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবের প্রতিটি ফুটবলারকে Rolls Royce উপহার দিবেন সৌদি বাদশা!” শীর্ষক একটি তথ্য মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার মাধ্যমে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে এমন মূলধারার গণমাধ্যমগুলোর মধ্য রয়েছে যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, দৈনিক যুগান্তরদৈনিক ইনকিলাব, একুশে টিভি, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন, দৈনিক মানবজমিন, বাংলানিউজ২৪, সময়ের আলো, বাংলা ট্রিবিউন, আরটিভি The Business Standard, বাংলা ভিশন, দেশ রুপান্তর, ঢাকা পোস্ট, বিডি২৪ লাইভ, দ্যা ডেইলি ক্যাম্পাস, আজকের পত্রিকা, নাগরিক টিভি, আমাদের সময়ডেইলি বাংলাদেশবিডি২৪ রিপোর্ট, এবিনিউজ২৪ এবং জুম বাংলা। 

গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং  এখানে।পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়া ফেসবুকের বিভিন্ন পেজে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

একই দাবিতে গণমাধ্যম গুলোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত কিছু ভিডিও প্রতিবেদন দেখুন; নাগরিক টিভি, সময় টিভি, এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি।ভিডিও প্রতিবেদনগুলোর আর্কাইভ ভার্সন দেখুন; নাগরিক টিভি, সময়টিভি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবের প্রতিটি ফুটবলারকে Rolls Royce উপহার দিবেন সৌদি বাদশা শীর্ষক সংবাদটি সঠিক নয় বরং তথ্যসূত্রহীন দুইটি টুইটের ভিত্তিতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিলো। যা পরবর্তীতে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন সৌদি আরবের ফুটবলার সালেহ আল-শেহরি।

অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম সৌদি আরব ভিত্তিক সংবাদ পোর্টাল The Saudi Post এর আরবি টুইটার আইডিতে আজ ২৬ নভেম্বর রাত ১ টা ৩৭ মিনিটে প্রকাশিত একটি টুইট খুঁজে পায়। আরবি ভাষার টুইটটি গুগল ট্রান্সলেটরের সহায়তায় অনুবাদ করলে দাঁড়ায়,  

‘The Saudi national team striker, Saleh Al-Shehri, responds to allegations that the Saudi Crown Prince presented a Rolls-Royce to each player: 

Not true, we are playing and fighting for our country, not for that ’

পরবর্তীতে এই টুইটকে সূত্র ধরে অনুসন্ধান করতে গিয়ে সালেহ আল-শেহরির প্রেস কনফারেন্সের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

প্রেস কনফারেন্সের এই ভিডিওটিতে দেখা যায়, সৌদি ফুটবলার সালেহ আল-শাহরিকে এক সংবাদকর্মী আর্জেন্টিনার বিপক্ষে জয়ের কারণে সৌদি আরবের সকল ফুটবলারদের রোলস রয়েস উপহার দেয়ার যে বিষয়টি নিয়ে রিপোর্ট হয়েছে সেই বিষয়টির সত্যতা জানতে চাইলে সৌদি ফুটবলার সালেহ আল-শাহরি এটিকে সত্য নয় বলে নিশ্চিত করেন। ভিডিওটি দেখুন এখানে। 

অর্থাৎ, সৌদি ফুটবলারদের রোলস রয়েস উপহার পাওয়ার সংবাদটিকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন সৌদি ফুটবলার সালেহ আল-শেহরি।

প্রেস কনফারেন্সে সালেহ এর দেয়া বক্তব্যে নিয়ে আরব নিউজে ‘Saudi national team footballer refutes Rolls Royce prize rumors’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, 

Fake news stories have been circulating that each player was given a fancy car after the impressive win over Argentina.

One of Saudi Arabia’s national team footballers refuted rumors circulating that each player was rewarded a Rolls Royce for beating Argentina 2-1 in the FIFA World Cup Qatar 2022 group stages match. 

“We are here to serve our country and do the best, so that’s our biggest achievement,” said Saleh Alshehri during a press conference.”

গুজবের সূত্রপাত

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের পর ভারতীয় বিজনেসম্যান SUHEL SETH তার টুইটার আইডিতে ২২ নভেম্বর সন্ধা ৬:১১ মিনিটে একটি টুইটে ‘MBS will now give each player of the KSA TEAM one Rolls Royce… ’ শীর্ষক প্রথম এই বিষয়টি এভাবে প্রচার করেন।

SUHEL SETH এর টুইটের কিছুক্ষণ পর ৬ :১৮ মিনিটে পাকিস্তানি ডেন্টিস্ট Awal Alvi তার ভেরিফাইড টুইটার আইডিতে ‘BREAKING: MBS has announced a Rolls Royce Phantom to each team member having defeated ARG #FIFAWorldCup    #SAvsARG… ’ লিখে মোহাম্মদ বিন সালমান আর্জেন্টিনা বিপক্ষে সৌদি আরবের জয়ী দলের সকল সদস্যকে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেয়ার ঘোষণা দিয়েছে শীর্ষক সরাসরি দাবি করে টুইট করেন।

ভেরিফাইড এই দুইটি টুইটার আইডির তথ্যসূত্র ছাড়াই করা এ দুইটি টুইটের প্রেক্ষিতে সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান সৌদি ফুটবলারদের রোলস রয়েস ফ্যান্টম উপহার দিবেন শীর্ষক দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একইভাবে CNN Indonesia এই দুই টুইটের ভিত্তিতে ইন্দোনেশিয়ান ভাষায় একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। তথ্যসূত্র ছাড়াই একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিকের ভেরিফাইড টুইটার আইডির ভিত্তিতে সিএনএন ইন্দোনেশিয়া সংবাদ প্রকাশের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।

যদিও আজ CNN Indonesia সৌদি আরবের প্রেস কনফারেন্সে সালেহ আল-শাহরি বিষয়টিকে গুজব নিশ্চিত করার পর এটিকে গুজব উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত সেই প্রতিবেদনটি গুগলের সহায়তায় অনুবাদ করলে পাওয়া যায়, 

“Saleh Al-Shehri laughs at answering rumors of being awarded a Rolls Royce Phantom after his shock win over Argentina at the 2022 World Cup.

Al-Shehri then denied the reports circulating that every Saudi Arabian player gets a car prize from Prince Mohammed bin Salman (MbS). He conveyed this in a press conference ahead of the match against Poland on the second matchday of Group C for the 2022 World Cup, Saturday (26/11) evening WIB.

“Not true. Yes, not true,” said Al-Shehri in response to a media crew’s question about the Rolls Royce Phantom prize from Prince MbS as quoted by Arab News.

Previously, rumors of crazy gifts from Prince MbS for Saudi Arabian players had gone viral on social media Twitter. Indian businessman Suhel Seth was one of those who uploaded the news that a Saudi Arabian player got a Rolls Royce from Prince MbS.

A well-known social media activist who is also a dentist, Awab Alvi, said that all Saudi Arabian players got Phantom Rolls Royce cars.”

মূলত, আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের পর ভারত ও পাকিস্তানের ২ জন ভেরিফাইড টুইটার ব্যবহারকারী মোহাম্মদ বিন সালমান সৌদি ফুটবল দলের প্রত্যেককে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দিবেন’ শীর্ষক দাবিতে কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়া টুইট  প্রকাশ করেন। উক্ত টুইটগুলোর ভিত্তিতেই দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

সুতরাং, আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবের প্রতিটি ফুটবলারকে Rolls Royce উপহার দিবেন সৌদি বাদশা শীর্ষক সংবাদটি সম্পূর্ণ গুজব। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img