পুতিনের এক্স অ্যাকাউন্ট থেকে ব্রিকসের সম্ভাব্য নোট প্রকাশ করা হয়নি, প্রচারিত ছবিটি প্রতীকী নোটের

সম্প্রতি ‘B’RICS এর সম্ভাব‍্য মূদ্রার ছবি প্রকাশ করেছে রা’শিয়ার প্রেসিডেন্ট ভ্লা’দিমির পু’তিন। তার X আ‍্যকাউন্টে ছবিটি প্রকাশ করেন পু’তিন।…এশিয়া-আফ্রিকা-দক্ষিন আমেরিকা এই তিনটি মহাদেশের অসংখ‍্য দেশ ব্রিকসে্র মধ‍্যে আসতে শুরু করবে এবং বিশ্ব ডলার-ইউরো-ব্রিকস্ এই তিনটি মূদ্রায় লেনদেন করবে। মূদ্রায় বাংলাদেশের পতাকার ছবিও আছে, যা শেখ হাসিনার একক অবদান।’ ক্যাপশনে আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের সম্ভাব্য মুদ্রার ছবি দাবিতে একাধিক ছবি ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রিকসের সম্ভাব্য মুদ্রা দাবিতে প্রচারিত ছবিতে থাকা নোটটি একটি স্মারক বা নমুনা নোট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক্স আ‍্যকাউন্ট থেকে নোটটিকে ব্রিকসের সম্ভাব্য নোট উল্লেখ করে কোনো পোস্ট করা হয়নি।

অনুসন্ধানের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে উক্ত নোট সংক্রান্ত দাবির সপক্ষে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। অ্যাকাউন্টটিতে সর্বশেষ ২০২২ সালের ১৬ মার্চ পোস্ট করা হয়েছিল।


প্রচারিত নোটের বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে রাশিয়ার অনলাইন গণমাধ্যম Lenta.RU এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত একটি ছবিতে প্রচারিত ছবির নোটের সাথে সাদৃশ্যপূর্ণ একটি নোটের ছবি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে ভ্লাদিমির পুতিনের হাতে ‘50’ মূল্য মানের একটি নোট দেখা যায়, যেটির সাথে প্রচারিত নোটটির মিল রয়েছে। নোটটির বিষয়ে উক্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনকে আন্তঃরাজ্য সংস্থার পক্ষ থেকে একটি ‘প্রতীকী ব্যাংকনোট’ উপস্থাপন করা হয়েছিলো, এটি ব্রিকস সদস্য দেশগুলোর যৌথ কাজের প্রতীক।

প্রতিবেদনে বলা হয়, কাজান ব্রিকস সম্মেলনের আগে ভ্লাদিমির পুতিন সদস্য দেশগুলোর মিডিয়া প্রধানদের সাথে এক বৈঠকে বলেছিলেন যে একটি একক ব্রিকস মুদ্রা তৈরি করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মতে, এই বিষয়টি এখনও পরিপক্ক হয়নি এবং এটি নিয়ে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই।

রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভও জানিয়েছেন যে বর্তমানে একটি একক ব্রিকস মুদ্রা তৈরির কথা বিবেচনা করা হচ্ছে না। একই সাথে, তিনি একটি বিকল্প আর্থিক নিষ্পত্তি এবং অর্থপ্রদান ব্যবস্থা তৈরির বিষয়টি বিবেচনা করার কথাও বলেছেন।

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম Rossiyskaya Gazeta এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি ও তথ্য খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, একটি স্মারক নোট তৈরির ধারণাটি কিরজাখ প্রিন্টিং হাউসের পরিচালক ইয়েভজেনি ফেডোরভের। ধারণাটি বেশ কয়েক বছর আগে জন্ম নেয় এবং ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ১০০ ব্রিকস মূল্যের এই ধরণের নোট প্রথমবার প্রকাশিত হয়।

সুতরাং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক্স হ্যান্ডেল থেকে ব্রিকসের সম্ভাব্য নোটের ছবি প্রকাশ করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img