সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের দৃশ্যের।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওটি ১ লক্ষ বারেরও অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রচারিত ভিডিওটিও অগ্নিকাণ্ডের নয়; বরং, গত ২১ জানুয়ারিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া অগ্নিনিরাপত্তা মহড়ার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর ইউটিউব চ্যানেলে ‘উড়োজাহাজে আগুন, চট্টগ্রাম বিমান বন্দরে চলছে অগ্নিনিরাপত্তা মহড়া’ শিরোনামে গত ২১ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে বলা হয়, এটি কোনো আসল বা অনিচ্ছাকৃত অগ্নিকাণ্ডের দৃশ্য নয় বরং এটি একটি মহড়ার দৃশ্য।

এছাড়াও, মূলধারার আরেক গণমাধ্যম ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলেও গত ২১ জানুয়ারিতে মহড়ার দৃশ্য দাবিতে আলোচিত ঘটনার ভিডিও পাওয়া যায়।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা মেইল’ এর ওয়েবসাইটে গত ২১ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়া-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো উড়োজাহাজে দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অনুশীলন করা। পাশাপাশি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয় এবং তড়িৎ কার্যক্রমের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিবেদনে উক্ত মহড়ার একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।
এছাড়াও, অনুসন্ধানে এ বিষয়ে আরো একাধিক গণমাধ্যমে সেসময়ে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে স্থানীয় এবং মূল ধারার গণমাধ্যম সূত্রে চট্টগ্রাম বিমানবন্দরে সম্প্রতি কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।
সুতরাং, গত ২১ জানুয়ারিতে চট্টগ্রাম বিমানবন্দরে হওয়া অগ্নিনিরাপত্তা মহড়ার দৃশ্যকে সম্প্রতি অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel24 – উড়োজাহাজে আগুন, চট্টগ্রাম বিমান বন্দরে চলছে অগ্নিনিরাপত্তা মহড়া
- News24 – চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ফায়ার সার্ভিসের মহড়া | Shah Amanat Airport | News24
- Dhaka Mail – শাহ আমানত বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়া
- Cvoice24 – বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনায় করণীয় কী, দেখা গেল মহড়ায়
- Rumor Scanner’s analysis