১৫ই আগস্ট নিয়ে পোস্টের জন্য সেলিব্রেটিদের টাকা দেওয়া সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া

অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট (এসসিবি) থেকে নয়জন ব্যক্তিকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ২০ হাজার করে টাকা পাঠিয়েছেন (তিনটি অ্যাকাউন্টে ৪০০ টাকা বেশি পাঠানোর কথা উল্লেখ দেখা যাচ্ছে) এমন দাবিতে একটি ব্যাংক স্টেটমেন্ট সদৃশ কাগজের কপি প্রচার হচ্ছে গতকাল বিকেল থেকে। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন, ১৫ই আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য তাদের এই অর্থ পাঠানো হয়েছে।

এই দাবিতে প্রচার হওয়া ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যাংক স্টেটমেন্টের কপিটি ভুয়া। প্রকৃতপক্ষে, ১৩ ডিজিটের কথিত এই ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে রিউমর স্ক্যানার দেখেছে, সেখানে বেনিফিশিয়ারিদের নাম বা অ্যাকাউন্ট নাম্বারও উল্লেখ থাকে না। তাছাড়া, ভুয়া এই স্টেটমেন্টটি অনলাইন থেকে সংগৃহীত ভুয়া টেমপ্লেটের মাধ্যমে তৈরি৷

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত স্টেটমেন্টটি যাচাই করে বেশকিছু অসঙ্গতি চিহ্নিত করে রিউমর স্ক্যানার।

প্রথমত, শাওনের দাবিতে যে ১৩ ডিজিটের (1223767545676) অ্যাকাউন্ট নাম্বার এই কথিত স্টেটমেন্টে উল্লেখ রয়েছে তা ব্যাংকটির একাধিক অ্যাকাউন্টধারীর মাধ্যমে যাচাই করে রিউমর স্ক্যানার নিশ্চিত হয়েছে যে, এই অ্যাকাউন্ট নাম্বারের বিপরীতে ব্যাংকটিতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই। ব্যাংক সংশ্লিষ্ট একজন কর্মকর্তাও বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

দ্বিতীয়ত, কথিত এই স্টেটমেন্টে টাকা পাঠানো অর্থাৎ, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নামও উল্লেখ দেখা যাচ্ছে। এমনকি ব্র্যাকেটের মাধ্যমে তাদের একাধিক নামও উল্লেখ দেখা যাচ্ছে যা কিছুটা অস্বাভাবিক। তবে ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে (অভ্যন্তরীণ বিষয় হওয়ায় স্ক্রিনশট যুক্ত করা হচ্ছে না।) রিউমর স্ক্যানার দেখেছে, সেখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ থাকে না।


তৃতীয়ত, অনলাইনে একই টেমপ্লেটের ওপর বিভিন্ন ব্যাংকের লোগো বসিয়ে স্টেটমেন্ট বানানোর নজির পাওয়া যাচ্ছে। এমন কিছু টেমপ্লেট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। এই স্টেটমেন্টের কপিটিও তেমনই একটি ভুয়া টেমপ্লেটের ওপর বসিয়ে তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

অর্থাৎ, এটা নিশ্চিত যে ব্যাংক স্টেটমেন্টের এই ছবিটি ভুয়া। 

সুতরাং, ১৫ই আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্টের জন্য অভিনেত্রী শাওন কর্তৃক সেলিব্রেটিদের টাকা দেওয়া সংক্রান্ত দাবিতে যে ব্যাংক স্টেটমেন্টের ছবিটি প্রচার করা হচ্ছে তা ভুয়া।

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s own investigation

আরও পড়ুন

spot_img