সম্প্রতি জিমিসা আভলানি নামক এক ভারতীয় নারীকে যুক্তরাষ্ট্রের ‘Target’ এক সুপারমার্কেট থেকে প্রায় ১০০০ ইউএস ডলার মূল্যের পণ্য চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেফতার করার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরই প্রেক্ষিতে ‘ভদ্রমহিলা বিজেপি নেত্রী। নাম জিমিসা আভলানি। টুরিস্ট ভিসায় নিজের মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়ে আমেরিকার এক সুপারমার্কেট “Target” এ প্রায় ১৩০০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ১ লাখ ১০ হাজার টাকারও বেশী মূল্যের জিনিস চুরি করে ধরা পড়েছে।…’ শিরোনামে কিছু ছবি ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ফেস দ্য পিপল (ইউটিউব)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রে শপলিফটিংয়ের অভিযোগ গ্রেফতার জিমিসা আভলানির ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর মধ্যে একটি ছবি আসল নয় এবং অন্যটি জিমিসা আভলানির শপলিফটিংয়ের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির সহায়তা নির্মিত ছবি ও মেক্সিকোতে ভিন্ন নারীর শপলিফটিংয়ের ঘটনার ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মেক্সিকোর গণমাধ্যম Zócalo এর ইউটিউব চ্যানেলে গত ০১ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির মিল রয়েছে।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, একজন নারী অন্তঃসত্ত্বা হওয়ার ভান করে একটি দোকান থেকে জিনিসপত্র চুরি করার অভিযোগে গ্রেফতার হয়। ভিডিওটির বিবরণীতে বলা হয়, ভিডিওতে থাকা ওই নারী মেক্সিকোর কোয়াহুইলার সালটিলোতে অবস্থিত প্লাজা প্যাটিওর ভেতরে অবস্থিত কপেল স্টোর থেকে জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। তিনি তার পোশাকের নিচে বেশ কিছু জিনিস লুকিয়ে রেখে গর্ভবতী হওয়ার ভান করে।
এ বিষয়ে আরেক মেক্সিকান গণমাধ্যম Excelsior এর ওয়েবসাইটে গত ০২ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। আরও জানা যায়, এই ঘটনাটি মেক্সিকোতে গত ২৯ এপ্রিল ঘটেছে। এই প্রতিবেদনে জিমিসা আভলানি নামক ভারতীয় নারীর বিষয়ে উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, প্রথম ছবিটি মেক্সিকোতে অবস্থিত একটি শপিংমলের স্টোরে একজন নারীর অন্তঃসত্ত্বা হওয়ার ভান করে শপলিফটিংয়ের ঘটনার।
ছবি যাচাই- ২
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ম্যাকহেনরি কাউন্টিতে গ্রেফতারের তালিকাভুক্তির একটি ওয়েবসাইটে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির আংশিক মিল রয়েছে।
উক্ত ওয়েবসাইট থেকে জানা যায়, ‘720-5/16-25(a)(1) – খুচরা চুরি – বিনিময় মূল্য থেকে ব্যবসায়ীকে বঞ্চিত করার উদ্দেশ্যে খুচরা প্রতিষ্ঠান থেকে পণ্য গ্রহণ’’ এর অভিযোগে জিমিসা আভলানিকে অভিযুক্ত করা হয়েছে এবং অ্যালগনকুইন পুলিশ বিভাগ তাকে আটক করেছে।

সেখানে উল্লেখ করা হয়, ওয়েবসাইটে যুক্ত ছবিটি গ্রেফতারকৃত জিমিসা আভলানির অফিসিয়াল মাগশটের ছবি। উক্ত ছবিতে জিমিসা আভলানির মুখমণ্ডল, পোশাক ও পারিপার্শ্বিকতার সাথে মিল থাকলেও প্রচারিত ছবির মতো তার মাথায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপির চিহ্নযুক্ত টুপি ও গলায় উত্তরীয় নেই।
আলোচিত ছবিটি পর্যবেক্ষণের মাধ্যমে রিউমর স্ক্যানার এতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে। ছবিটিতে টুপির উভয় পাশের পদ্মের নকশায় অমিল এবং তার গলার উত্তরীয়তে সবুজ জমিনে একটি বিকৃত ‘B’ রয়েছে, যা এআই সম্পাদনার একটি সাধারণ সূচক।
এ বিষয়ে আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এ ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

সুতরাং, যুক্তরাষ্ট্রে শপলিফটিংয়ের অভিযোগে গ্রেফতার ভারতীয় নারী জিমিসা আভলানির বিজেপির টুপি পরিহিত ছবি দাবিতে একটি এআই নির্মিত ছবি ও মেক্সিকোতে সংঘটিত শপলিফটিংয়ের ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Zócalo – YouTube Video
- Excelsior – Website
- Jimisha’s Mugshot – Website
- Hive Moderation – Website