সম্প্রতি “ইত্যাদির পরিচালক হানিফ সংকেত আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হানিফ সংকেত এর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংবাদটি সত্য নয় বরং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে গণমাধ্যম ও এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে দেশীয় সংবাদমাধ্যম Bangla News 24 এ আজ ২৫ মে ‘মৃত্যুর গুজবে যা বললেন হানিফ সংকেত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

যেখানে হানিফ সংকেত খবরটিকে পুরোপুরি গুজব এবং তিনি সুস্থ আছেন জানিয়ে বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’ এ সময় তিনি সবাইকে গুজব থেকে সতর্ক থাকারও আহ্বান করেন।
এছাড়াও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টিকে গুজব বলে নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন জননন্দিত এ মিডিয়া ব্যক্তিত্ব।
অন্যদিকে গতকাল রাতে হঠাৎ-ই হানিফ সংকেতের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ রিউমর স্ক্যানার বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক পোস্টর মাধ্যমে বিষয়টিকে গুজব বলে চিহৃিত করা হয়েছিল।
গুজবের সূত্রপাত
টিকটকে প্রথম তার মৃত্যুর গুজবটি ছড়িয়ে পড়েছিলো বলে হানিফ সংকেত শুনেছেন বলে জানিয়েছেন। আমাদের অনুসন্ধানে দেখা যায়, কিছু ফেসবুক পেজে হানিফ সংকেতের ছবি যুক্ত করে তার ভাই নুরুজ্জামান বাচ্চুর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ প্রচার করা হয়েছে। পর্যালোচনায় হানিফ সংকেতর ছবি যুক্ত করে ক্যাপশনে হানিফ সংকেতের নাম বিশেষভাবে উল্লেখ করে প্রচার করার কারণে পরবর্তীতে হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শীর্ষক তথ্যটি আরো দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রতীয়মান হয়।

তবে নুরুজ্জামান বাচ্চু মূলত হানিফ সংকেতের খালাতো ভাই এবং তার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনাটি ২০১৭ সালের। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সাভারে এক সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান বাচ্চু নিহত হয়েছিলেন। তাই নতুনভাবে হানিফ সংকেতের খালাতো ভাইয়ের এই মৃত্যুর খবর সাম্প্রতিক দাবিতে প্রচার বিভ্রান্তিকর।
সুতরাং, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেতের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ গুজব।
তথ্যসূত্র
- Bangla News24: সাভারে সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের খালাতো – banglanews24.com
- যুগান্তর: সাভারে সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের ভাই নিহত
- DhakaTimes24: হানিফ সংকেতের মৃত্যুর গুজব