শিল্পী মমতাজের মারা যাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “না ফেরার দেশে চলে গেলেন শিল্পী মমতাজ” শীর্ষক শিরোনামে একটি তথ্য কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিল্পী মমতাজের মারা যাওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তথ্যটি প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, জাতীয় দৈনিক নয়া দিগন্ত এর ওয়েবসাইটে গত ১৬ আগস্ট ‘শোক দিবসে নিজ এলাকায় মমতাজ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot source : dailynayadiganta

এই প্রতিবেদন থেকে জানা যায়, বাউলশিল্পী এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম গত ১৫ আগস্ট শোক দিবসে নিজ এলাকায় মানিকগঞ্জে থাকবেন বলে নিশ্চিত করেছেন। মমতাজ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হবে শোক দিবসে। আমার নির্বাচনী এলাকা হরিরামপুর উপজেলা ও সিঙ্গাইর উপজেলা এবং তিনটি ইউনিয়নে জাতির পিতাকে নিয়ে আলোচনায় সভায় অংশ নেব আমি।”

পরবর্তীতে Asian Tv News চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজে গত ১৮ আগস্ট প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ খুঁজে পাওয়া যায়। সেখানে দেখা যায়, ১৫ আগস্ট মানিকগঞ্জের সিংগাইরে পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ। 

এছাড়া ফেসবুকে মমতাজের অফিসিয়াল পেজে গত ২০ আগস্ট দুপুরে একটি পোস্ট (আর্কাইভ) করা হয়। এই পোস্ট থেকে জানা যায়, সেদিন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সিংগাইর উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে জানা যায়, গত ১৩ আগস্ট ফ্রেশনিউজ নামক একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী মমতাজ (আর্কাইভ) শিরোনামে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনের লিঙ্ক ব্যবহার করে শিল্পী মমতাজের মৃত্যুর খবরটি ফেসবকে ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে প্রতিবেদনের শিরোনামের সাথে প্রতিবেদনে লেখা তথ্যের মিল খুঁজে পাওয়া যায় নি। 

Screenshot source : Freshnews

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, “দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের মা উজালা বেগম মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরেই লিভারজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯.৩০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মমতাজের ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন।”

এই প্রতিবেদনের কিছু লেখা কিওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায়, মূল ধারার গণমাধ্যম Jamuna Tv ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেলেন শিল্পী মমতাজের মা একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে মমতাজের মায়ের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের লেখার সাথে ফ্রেশনিউজের প্রতিবেদনটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

News24daily নামক আরেকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালও গত ১৯ আগস্ট শিল্পী মমতাজের মৃত্যুর খবর (আর্কাইভ) প্রকাশ করে। এই খবরে ফ্রেশনিউজের লেখাটিই হুবহু কপি করা হয়। 

উল্লেখ্য, শিল্পী মমতাজকে জড়িয়ে পূর্বেও একাধিকবার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে ফেসবুকে। এ বিষয়ে প্রতিবারই ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার

মূলত, ২০২১ সালে মমতাজের মায়ের মৃত্যুর খবর বিষয়ক সংবাদকে মমতাজের মৃত্যুর খবর হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে। শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল না থাকা এমন কিছু প্রতিবেদনের লিঙ্ক ব্যবহার করে এর কোনো সত্যতা যাচাই না করেই তথ্যটি ফেসবুকে ছড়ানো হচ্ছে। অথচ শিল্পী মমতাজ গত ২০ আগস্টও নিজ সংসদীয় এলাকায় আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন।

সুতরাং, শিল্পী মমতাজের মারা যাওয়ার খবরটি সম্পূর্ণ গুজব।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img