জুলাই সনদে বিএনপি ও জামায়াতের স্বাক্ষর করার শর্তের বিষয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বিএনপি- সালাহউদ্দিন” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, সম্প্রতি “ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে সাক্ষর করবে না জামায়াত” শীর্ষক শিরোনামেও মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো সম্বলিত আরেকটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বিএনপি- সালাহউদ্দিন” শীর্ষক শিরোনামে আমার দেশ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এরূপ কোনো মন্তব্য করেননি। এছাড়া, “ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে সাক্ষর করবে না জামায়াত” শীর্ষক শিরোনামেও আমার দেশ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে সালাহউদ্দিন আহমদের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘০৫ আগস্ট ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আমার দেশের ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

Comparison: Rumor Scanner

তাছাড়া, আমার দেশের ফেসবুক পেজে প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এরূপ কোনো মন্তব্য করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

বরং, আমার দেশের ফেসবুক পেজে গত ০৭ আগস্টে আলোচিত ফটোকার্ডটি ভুয়া জানিয়ে পোস্ট করতে দেখা যায়।

পরবর্তীতে “ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে সাক্ষর করবে না জামায়াত” শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘০৫ আগস্ট ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আমার দেশের ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

Comparison : Rumor Scanner

তাছাড়া, আমার দেশের ফেসবুক পেজে প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরূপ কোনো মন্তব্য করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বিএনপি ও জামায়াত শীর্ষক শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ড দুইটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img