সম্প্রতি ‘আজ ৫ ই আগস্ট আন্তর্জাতিক পুলিশ হত্যা দিবস আজকের এই দিনে ঘাতকদের আঘাতে বাংলাদেশের পুলিশের ৩২ শত সদস্য নিহত হয়েছে।’ এবং ‘পুলিশ হত্যার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগ একটি শোক রেলি বের করেছে।’ শিরোনামে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পুলিশ হত্যার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগ আয়োজিত শোক র্যালির নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ভিন্ন একটি উপলক্ষ্যে সিলেট জেলা ছাত্রলীগ আয়োজিত র্যালির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক প্রচার মাধ্যম SYLON TV এর ফেসবুক চ্যানেলে ২০২৩ সালের ১৩ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও তৎকালীন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ছাত্রলীগ সেদিন শোক র্যালির আয়োজন করে। র্যালিটি বিকাল ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে, বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন পোর্টালে ২০২৩ সালের ১৩ আগস্ট ‘জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেটে ছাত্রলীগের বিশাল শোক র্যালী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ধরণের চিত্র ও তথ্য খুঁজে পাওয়া যায়।
সুতরাং, পুলিশ হত্যার প্রতিবাদে গত ০৫ আগস্ট সিলেট জেলা ছাত্রলীগ আয়োজিত শোক র্যালি দাবিতে ২০২৩ সালে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও তৎকালীন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ছাত্রলীগ আয়োজিত শোক র্যালির ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SYLON TV – Facebook Post
- BSS News – জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেটে ছাত্রলীগের বিশাল শোক র্যালী