টিএসসিতে সরকার বিরোধী মিছিল দাবিতে কুমিল্লায় নির্বাচনী আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে হওয়া মিছিলের ভিডিও প্রচার 

সম্প্রতি ‘এই মুহুর্তে টিএসসি তে উত্তাল ছাত্রজনতা, অবৈধ সরকার মানি না মানবো না।’ ক্যাপশনে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে টিএসসিতে ছাত্র-জনতার আয়োজিত কোনো মিছিলের নয় বরং, গত জুলাই মাসে কুমিল্লা-১০ নির্বাচনী আসনের সীমানায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Kazi Kowse নামক ফেসবুক প্রোফাইলে গত ৩১ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা-১০ নির্বাচনী আসন ভেঙে সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রাম আসনের যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মনিরুল হক চৌধুরী সমর্থিত নেতাকর্মীদের মশাল মিছিল।’ ভিডিওটিতে মিছিলে ‘অবৈধ সীমানা মানি না, মানবো না’ শীর্ষক স্লোগান শোনা যায়। 

পরবর্তীতে, Cumillasdnews24.com নামক ফেসবুক পেজে গত ৩০ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে থাকা মানুষজন, পারিপার্শ্বিকতা এবং অডিও ক্লিপের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

পোস্টটির ক্যাপশনে এটি কুমিল্লা-১০ নির্বাচনী আসন ভেঙে সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রাম আসনের যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিলের ভিডিও বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বড় পরিবর্তন এসেছে। কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) সংসদীয় আসনের তিন উপজেলাকে ভেঙে তিন আসনে যুক্ত করা হয়েছে খসড়া প্রস্তাবে। ইসির এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

সুতরাং, টিএসসিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার মিছিল দাবিতে কুমিল্লা-১০ নির্বাচনী আসনের সীমানায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img