চিত্রনায়ক ও সাংসদ ফারুকের মৃত্যুর সংবাদটি মিথ্যা

সম্প্রতি, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা-১৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান  ফারুক ইন্তেকাল করেছেন।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানেআর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানেটুইটারে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক ইন্তেকাল করেন নি বরং সর্বশেষ তথ্য অনুযায়ী উনি সুস্থ আছেন এবং ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অনুসন্ধানের মাধ্যমে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘দৈনিক সমকাল’ এর ফেসবুক পেজ হতে আজ দুপুর ২ টা ২০ মিনিটে “গুজব ছড়াবেন না, ফারুক ভালো আছ: ফারুকের স্ত্রী” শীর্ষক শিরোনামে প্রচারিত সাংসদ ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের একটি ভিডিও বার্তা খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় সংবাদ মাধ্যম প্রথমআলো, সমকাল এবং একাত্তরে চিত্র নায়ক ও সাংসদ ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।

ফারুক
Screenshot from Prothom Alo

মূলত, ঢাকা-১৭ আসনের সাংসদ এবং চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই সাংসদ ফারুক মৃত্যুবরণ করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে তথ্যটি ছড়িয়ে পড়লে ফারুকের স্ত্রী বিষয়টিকে গুজব বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ০৮ এপ্রিলেও সাংসদ ফারুকের মৃত্যু দাবিতে ভুল তথ্য সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছিলো।

প্রসঙ্গত, চলচ্চিত্রে ‘মিয়াভাই’ খ্যাত ৭৪ বছর বয়সী অভিনেতা ফারুকের শারীরিক অবস্থা অবনতি হলে ২০২১ সালের ০৪ মার্চে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সুতরাং, চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ঢাকা-১৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান  ফারুক ইন্তেকাল করেছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img