জামায়াতের আসন প্রাপ্তির বিষয়ে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে এনটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে ‘জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই’ শিরোনামে ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনটিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬০ আসনের বেশি পাবে বলে হাসনাত আবদুল্লাহ কোনো মন্তব্য করেননি এবং এনটিভিও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, এনটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি করে পর্যবেক্ষনে দেখা যায়, এটি এনটিভির লোগো রয়েছে এবং তারিখ হিসেবে ২১ অক্টোবরের কথা উল্লেখ রয়েছে। 

উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

আজ ২২ অক্টোবর এনটিভির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও উক্ত ফটোকার্ডটি গণমাধ্যমটির নয় বলে নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর খুলনায় এক অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যে যে এলাকায় দায়িত্ব পালন করছি—আমাদের জন্য এত সুযোগ তৈরি হয়েছে, আমরা কোনোদিন কল্পনা করিনি। এত বড় শিপমেন্ট আমরা আগে কখনো দেখিনি। আমাদের বিশ্বাস করতে হবে আমরা অন্তত ১৬০টি আসন পাব। আমাদের আগে ছিল ১৮টি, সর্বোচ্চ ৫০টি।

সুতরাং, হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে ‘জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই’ শিরোনামে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img