কেএনএফ প্রধান নাথান বমের নামে এআই নির্মিত ভিডিও প্রচার

সম্প্রতি ‘কুকি চীন বাহিনীর প্রধান নাথান বম বললেন শীঘ্রই বাংলাদেশের ফিরে আসবে, বিদেশে কিছু কাজ তার অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্পন্ন করার পর, নিজের বাহিনীকে শক্তিশালী করবে, এবং তাদেরকে ইন্ডিয়া মায়ানমার সব সময় সহযোগিতা করতেছে বলে মন্তব্য করলেন’ শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের ভিডিওবার্তা দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ভিডিওকে নাথান বমের আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওগুলোর মন্তব্যের ঘর যাচাই করা হয়। সেখানে একাধিক ফেসবুক ব্যবহারকারীকে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তা তৈরি বলেন মন্তব্য করতে দেখা যায়। 

Screenshot: Facebook 

পরবর্তীতে, আলোচিত দাবিতে শেয়ার করা মূল ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘#AI’ সূচক হ্যাশট্যাগ রয়েছে এবং ভিডিওটিতে ‘AI Info’ লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো  ভিডিওটির পোস্টদাতা নিজেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে চিহ্নিত করেছেন।

Screenshot: Facebook 

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ। 

Comparison: Rumor Scanner 

এছাড়া, এআই অডিও কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI এ ভিডিওটির অডিও যাচাই করা হলে সেটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়েছে। 

Screenshot: Resemble AI Website

সুতরাং, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের ভিডিওবার্তা দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img