আওয়ামী লীগ বিমানবন্দরে আগুন লাগিয়েছে শীর্ষক মন্তব্য করেননি নাহিদ ইসলাম 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে গত ১৮ অক্টোবর বেলা আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন “আওয়ামী লীগ বিমানবন্দরে আগুন লাগিয়েছে”।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগ বিমানবন্দরে আগুন লাগিয়েছে’ শীর্ষক মন্তব্য করেননি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে নাহিদ ইসলাম এরূপ কোনো মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ‘জানিনা টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ অক্টোবরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত ফটোকার্ড সম্বলিত আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ফটোকার্ড থেকে ‘জানিনা টিভি’র লোগো ও প্যারোডি বিজ্ঞাপন মুছে দেওয়া হয়েছে।

Comparison : Rumor Scanner

‘জানিনা টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, নাহিদ ইসলাম আলোচিত মন্তব্য না করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গত ১৮ অক্টোবরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলেন, ‘স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।’

সুতরাং, ‘আওয়ামী লীগ বিমানবন্দরে আগুন লাগিয়েছে’ শীর্ষক মন্তব্য এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img