গত ০৫ সেপ্টেম্বরে ঢাকার সাভারের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সাভারের রাস্তায় আওয়ামী লীগের কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের। ঐ সময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নিতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমের নেতৃত্বে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকায় সমাবেশে আসেন।
এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Sagor Miah’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৮ অক্টোবরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৫৬ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নিতে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের নেতৃত্বে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঢাকাগমনের দৃশ্য।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেশিয় মূলধারার একাধিক (এক, দুই) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত, রাজধানীর এই সমাবেশে অংশ নিতেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে নেতাকর্মী নিয়ে ঢাকায় প্রবেশ করেন মমতাজ এবং প্রচারিত ভিডিওটি এই মিছিলের দৃশ্যের।
অর্থাৎ, এটি সাভারে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৩ সালের একটি ভিডিওকে ভিডিওকে সাম্প্রতিক সময়ে সাভারে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sagor Miah: Facebook Video
- Desh TV News: Youtube Video
- Deepto News: Youtube Video