সম্প্রতি, “ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মারা যাওয়ার সংবাদটি সত্য নয় বরং তিনি এখন পর্যন্ত জীবিত রয়েছেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, অনলাইন সংবাদমাধ্যম Jago News এ আজ ১৩ এপ্রিল বুধবার “আগের চেয়ে ভালো আছেন মোশাররফ রুবেল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে মোশাররফ রুবেল এর স্ত্রী ফারহানা রুপা চৈতির জবানবন্দির উল্লেখ রয়েছে।
সেখানে ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি বলেছেন “সে (মোশাররফ রুবেল) ভালো আছে। ভালোভাবে রেস্পন্স করছে”। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বন্ধের অনুরোধ করে চৈতি আরও বলেন, ‘সে মারা যায়নি। দয়া করে গুজব রটনাকারীদের থামান। এসব গুজব ছড়াতে দেবেন না। সে ভালো আছে’।
এছাড়া, সময় টিভির অনলাইন সংস্করণেও আজ ১৩ এপ্রিল বিকেল ৪.৫৭ মিনিটে “ক্রিকেটার মোশাররফ রুবেলের মৃত্যুর গুজব” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়-
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আগের চেয়ে আরও ভালো আছেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রুবেল। অবস্থার আরও উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে বলে জানিয়েছেন সহধর্মিণী চৈতী ফারহানা।
অর্থাৎ, ক্রিকেটার মোশাররফ রুবেল বর্তমানে সুস্থ আছেন এবং বিষয়টি তার স্ত্রী নিজেই নিশ্চিত করেছেন।
এছাড়াও ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জসিম উদ্দিন তার ভেরিফাইড ফেসবুক আইডি ‘‘Md Jasim Uddin’‘ এ মোশাররফ রুবেল এর সাথে করা ভিডিও কলের কিছু স্ক্রিনশট যুক্ত করে বিষয়টিকে গুজব নিশ্চিত করে লিখেছেন, “মোশাররফ হোসেন রুবেল ভাই মারা যাননি!রুবেল ভাইয়ের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। আমি কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলেছি। তিনি নিজেই এই খবর শুনে বিব্রত হয়েছেন। আপনারা কেউ গুজব ছড়াবেন না।”
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে।
সুতরাং, ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন দাবি করে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Jagonews24: আগের চেয়ে ভালো আছেন মোশাররফ রুবেল
- Somoy Tv: ক্রিকেটার মোশাররফ রুবেলের মৃত্যুর গুজব
- Md Jasim Uddin FB Post: https://m.facebook.com/story.php?story_fbid=4580760628695399&id=100002845226783