সম্প্রতি, “আর্জেন্টিনার ব্যাংক নোটে লিওনেল মেসি এবং বিশ্বকাপ জয়ী দলের ছবি” শীর্ষক একটি তথ্য দেশের অধিকাংশ সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার মাধ্যমে সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে এমন দেশীয় গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে প্রথমআলো, যুগান্তর, যমুনা টেলিভিশন, নিউজ২৪, একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, একাত্তর খেলাযোগ ইউটিউব, এটিএন বাংলা, ইনকিলাব, মানবজমিন, বাংলাভিশন, বৈশাখি টিভি অনলাইন, দেশ রুপান্তর, ইত্তেফাক, ঢাকা পোস্ট, বিজনেস বাংলাদেশ, ঢাকা ট্রিবিউন, একুশে টিভি, কালবেলা, কালেরকন্ঠ, মানবকন্ঠ, ভোরের কাগজ, বাংলাদেশ টুডে, বাংলাদেশ প্রতিদিন, রাইজিং বিডি, ঢাকা টাইমস, নিউজজি২৪, আমাদের সময়, ডেইলি বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, এখন টিভি, যমুনা টেলিভিশন ইউটিউব, নয়াশতাব্দী২৪, প্রতিদিনের সংবাদ, নিউজ২৪ ইউটিউব, জুম বাংলা , সংবাদ প্রকাশ, ফ্রিডম বাংলা নিউজ এবং এটিএন বাংলা ইউটিউব।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং ব্যাংক নোটে মেসির ছবি শীর্ষক দাবিগুলোর গ্রহণযোগ্য অফিশিয়াল কোন ভিত্তি নেই এবং মেসি ও আর্জেন্টিনা টিমের ছবি সম্বলিত ভাইরাল ১০০০ পেসোর নোটটি ভুয়া।
অনুসন্ধানে লাতিন আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যম Bloomberg Línea এ গত ২২ ডিসেম্বর “Bill with the figure of Messi: Argentine authorities deny that it is under consideration” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে তারা আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এবং টাকা ছাপানোর প্রতিষ্ঠান Casa de la Moneda, বাংলায় যাকে টাকশাল বলা হয়, তাদের সাথে কথা বলে মেসির ছবিসহ মুদ্রা ছাপার বিষয়টি সত্য নয় বলে উল্লেখ করেছে।
প্রতিবেদনে তারা লিখেছে, “গত কয়েক ঘন্টায় একটি গুজব ছড়িয়ে পড়তে শুরু করেছে যে আর্জেন্টিনা প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাংক (বিসিআরএ) লিওনেল মেসির ছবিসহ নতুন নোট চালু করার কথা ভাবছে। কিন্তু ব্লুমবার্গ লিনিয়া খুঁজে বের করতে সক্ষম হয়েছে যে এর কোনোটাই সত্য নয়।”
“আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক জাতীয় দলের অধিনায়কের ছবি টিকিটে রাখার বিকল্প নিয়ে বৈঠকে আলোচনার গুঞ্জনটি উড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনার টাকশাল বা Casa de la Moneda এটি শুনে অবাক হয়েছিলেন। উভয় ক্ষেত্রেই তারা সম্পূর্ণরূপে সরাসরি খারিজ করার পূর্বে বিষয়টি হাস্যকরভাবে নিয়েছে,” বলে Bloomberg Línea এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তীতে অনুসন্ধানকালে, আর্জেন্টাইন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Chequeado তে গতকাল ২২ ডিসেম্বর “It is false that the Central Bank proposed that the image of Messi appear on $1000 bills” শিরোনামে বিষয়টির ওপর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে Chequeado ভাইরাল দাবিটিকে মিথ্যা চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
Chequeado আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রেস শাখার সাথে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষের প্রেস শাখা থেকে জানানো হয়েছে, ‘মেসিকে ট্রিবিউট করে ১০০০ পেসো বিল সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই।’
অর্থাৎ, আর্জেন্টাইন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Chequeado এর ফ্যাক্টচেকিং অনুযায়ী দাবিটি মিথ্যা।
অপরদিকে লিওনেল মেসির ছবি ও স্বাক্ষর সম্বলিত যে নোট বা মুদ্রার ছবিটি প্রচার করা হচ্ছে তার অনুরূপ ১০,০০০ পেসোর আরো একটি মুদ্রার ছবি অন্তত গত ১৮ ডিসেম্বর তারিখ তথা বিশ্বকাপ ফাইনালের দিন হতে ইন্টারনেটে পাওয়া যায়। তবে মেসির ছবি সম্বলিত এই নোটগুলো অফিশিয়াল কোন নোট নয় বরং প্রযুক্তির সহায়তায় কোন সমর্থক কর্তৃক বানানো একটি প্রতীকী নোট। অর্থাৎ, নোটটি আসল কোন মুদ্রা নয়। যেহেতু মেসির ছবি সম্বলিত নোট তৈরির আলোচনার বিষয়টিই এখন পর্যন্ত নিশ্চিত নয়, সেক্ষেত্রে এই ভাইরাল নোটগুলো যে ভুয়া তা সহজেই অনুমেয়।
যেভাবে এই দাবির সৃষ্টি হলো
আর্জেন্টিনার নতুন মুদ্রায় মেসি এবং বিশ্বকাপ জয়ী দলের ছবি সংক্রান্ত বিষয়ে যারা সংবাদ প্রকাশ করেছে, তারা মূলত El Financiero নামের একটি সংবাদমাধ্যমের বরাতে সংবাদ প্রচার করেছে।
অনেকে নিজেদের প্রতিবেদনে এল ফিনান্সিয়েরোকে আর্জেন্টাইন গণমাধ্যম উল্লেখ করলেও আদতে এটি একটি মেক্সিকান সংবাদমাধ্যম।
অনুসন্ধানে এল ফিনান্সিয়েরোতে প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। স্প্যানিশ ভাষায় গত ১৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম হলো, “Will we have a thousand-peso bill with Messi’s face for the Argentine title?”
প্রতিবেদনে বলা হয়, ‘গত রবিবারের (১৮ ডিসেম্বর) ফাইনালের আগে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন হলে কিভাবে তারা উদযাপন করতে পার তা নিয়ে তাদের এক বৈঠকে প্রসঙ্গক্রমে আলোচনা করে। পূর্বে ১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল তখন স্মারক মুদ্রা জারি করেছিলো, সে বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়।’
‘সবেচেয়ে পছন্দের বিকল্প হিসেবে ১০০০ পেসোর বিলের সামনের দিকে লিওনেল মেসির মুখ এবং পিছনে লা স্কালোনেটা (আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ডাকনাম) এর ছবি রাখার সম্ভাব্য প্রস্তাবনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।’
তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আপনি অন্যথা ভাবার আগে জেনে রাখুন, এই প্রস্তাবনার অপশনটি মজা করে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের সদস্যরা প্রস্তাব করেছিলো।
অর্থাৎ, এই প্রতিবেদনের সারমর্ম হলো, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক ফাইনালের আগেই আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলে কিভাবে তারা উদযাপন করতে পারে তা নিয়ে রসিকতা করছিলো এবং সেসময় তারা মেসি ও লিওনেল স্কোলানির ছবি সম্বলিত ১০০০ পেসোর স্মারক মুদ্রা মজা করে প্রস্তাব করেছিলো। পাশাপাশি তারা সম্মত হয়েছিলো যে, আর্জেন্টাইনরা এরুপ ধারণার একটি নোট সংগ্রহ করতে উৎসাহী হবে।
১৯ ডিসেম্বর একই তারিখে এল ফিনান্সিয়েরো এর প্রতিবেদন প্রকাশের কিছুসময় আগে আর্জেন্টাইন ভিত্তিক বিজনেস দৈনিক El Cronista তে “The Central Bank looks at the Scaloneta: the millionaire figure that they would withhold from the prize and the proposal for a Messi ticket” শিরোনামের একটি প্রতিবেদনেও প্রায় একই তথ্য পাওয়া যায়।
তবে সংবাদটির কোনো অফিশিয়াল ভিত্তি নেই, সংবাদগুলো অফিশিয়াল সূত্রে গণমাধ্যমে আসেনি। Ignacio Olivera Doll নামের এক আর্জেন্টাইন সাংবাদিকের নিজস্ব সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের বরাতে El Cronista তে সংবাদটি উদ্ধৃত করা হয়। প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বৈঠকে জাতীয় দলের জন্য একটি স্মারক টিকেট করার আলোচনা রসিকতার ছলে জায়গা পেয়েছে বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ, El Cronista প্রতিবেদন অনুযায়ী বিষয়টির উৎপত্তি হয়েছে বৈঠকে আলোচনার সময় রসিকতার প্রেক্ষিতে, আর এই বিষয়টিও এসেছে একটি আন-অফিশিয়াল মাধ্যমে।
পরবর্তীতে আমরা আর্জেন্টাইন সাংবাদিক Ignacio Olivera Doll এর সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে তার মন্তব্য চাইলে তিনি আমাদের জানান, মেসির ছবি সম্বলিত নোট চালু করা হয়েছে এটা মিথ্যা। কিন্তু আমরা যে চিরকুটটি ( এখানে তার বরাতে প্রচারিত তথ্যকে বুঝেয়েছেন) পেয়েছি তা সঠিক।
অর্থাৎ, লিওনেল মেসির ছবি সম্বলিত নোট তৈরির দাবিটি মিথ্যা, মেসির ছবি সম্বলিত ভাইরাল নোটের ছবিটি ফ্যানমেড একটি প্রতীকী মুদ্রার ছবি এবং মেসির ছবি সম্বলিত মুদ্রা তৈরি করা হবে সে সংক্রান্ত প্রস্তাবনা আলোচনা হয়েছে সেই দাবিটিও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্যসূত্রে নিশ্চিত নয় বরং এই তথ্যটি আন-অফিশিয়াল সোর্সে এসেছে। উপরন্তু, এটি বৈঠকের সময় প্রসঙ্গক্রমে রসিকতা করে বলা বক্তব্য হিসেবে এসেছে।
সুতরাং, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মেসির ছবি সম্বলিত ব্যাংক নোট ছাপা বিষয়ক দাবিগুলো সঠিক নয়।
তথ্যসূত্র
- Bill with the figure of Messi: Argentine authorities deny that it is under consideration – Bloomberg Línea
- Chequeado Fact-Check