মঙ্গলবার, অক্টোবর 8, 2024

ভারতে হিজাব বিতর্কে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ভাইরাল তরুণী মুসকানের মৃত্যুর খবরটি মিথ্যা

সম্প্রতি “মুসকান আর নেই ভারত বর্ষে যে মেয়েটা আল্লাহু আকবার বলে আওয়াজদিয়ে বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল,সেই মুসকান বোনটাকে কাফেরের দলেরা হত্যা করে ফেলেছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের কর্ণাটকে হিজাবকাণ্ডে প্রতিবাদী তরুণী মুসকান খান মারা যান নি বরং মুসকানের মৃত্যু দাবিতে প্রচারিত ছবিটি ৫ বছর আগে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘rediff’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৭ এপ্রিল “PHOTOS: Students clash with security forces in Kashmir” শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from rediff

পরবর্তীতে, ভারতের মুম্বাইয়ের সংবাদমাধ্যম ‘mid-day’ এর অনলাইন সংস্করণে ২০১৭ সালের ৩০ এপ্রিল “When the girls come out pelting in Kashmir” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মুসকানের মৃত দেহের ছবি দাবিতে প্রচারিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from mid-day website

মূলত, ২০১৭ সালে ভারতের দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার একটি কলেজে নিরাপত্তা বাহিনীর কথিত ‘হাইহান্ডেনেস’-এর বিরুদ্ধে কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ঐ বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর পুরোনো একটি ছবিকে সম্প্রতি মুসকানের মৃত দেহের ছবি দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, কর্ণাটকে হিজাব বিতর্ক আলোচিত কলেজ শিক্ষার্থী মুসকান খানের মৃত্যুর কোনো তথ্য ভারতীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ভারতের কর্ণাটকের মাণ্ড্য কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুসকান খান হিজাব পরিহিত অবস্থায় স্কুলে গেলে তাকে স্কুল প্রাঙ্গণে কতিপয় যুবক বাঁধা দেয় এবং তাকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় কিন্তু এতে ভীত না হয়ে মুসকান আল্লাহু আকবর স্লোগান দেন এবং স্কুলে প্রবেশ করেন। পরবর্তীতে তার ঐ সাহসিকতার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সুতরাং, পাঁচ বছর পূর্বে ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর পুরোনো ছবিকে সম্প্রতি ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কে আলোচিত মুসকানের মৃত দেহের ছবি দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img