ছাত্রলীগ নেতা রাব্বানীর পাশে ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর একটি ভিডিও ও কিছু পোস্টে ভিডিওটির স্ক্রিনশট প্রচার করা হয়েছে। প্রচারিত ছবিতে গোলাম রাব্বানীর পাশে থাকা একজন ব্যক্তিকে গোল দাগে চিহ্নিত করে দাবি করা হয়েছে, গোলাম রাব্বানীর পাশে থাকা চিহ্নিত ঐ ব্যক্তি ছাত্রদলের পক্ষ থেকে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি এককভাবে ২ লক্ষ ৭০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি বা ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত ঐ ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।

প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী’ শিরোনামে ২০১৮ সালের ১ আগস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৩৪ সেকেন্ড পরবর্তী সময়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও স্ক্রিনশটের হুবহু মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে। ইনডিপেনডেন্ট টিভির উক্ত ভিডিওতে ২০১৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক পদ দিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়ে সংবাদ পাঠ করা হয়েছে। ভিডিওটিতে গোলাম রাব্বানীর পাশে থাকা গোল দাগে চিহ্নিত ব্যক্তির কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।

ভিডিওটিতে গোলাম রাব্বানীর পাশে থাকা গোল দাগে চিহ্নিত ব্যক্তির সাথে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ডাকসু ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের মুখমন্ডলের তুলনা করলে বৈসাদৃশ্য দেখা যায় যা প্রাথমিকভাবে নিশ্চিত করে দুইজন ভিন্ন ব্যক্তি।

Comparison : Rumor Scanner

পরবর্তীতে গোল দাগে চিহ্নিত উক্ত ব্যক্তির পরিচয়ের বিষয়ে অনুসন্ধান করলে গোলাম রাব্বানীর ফেসবুক অ্যাকাউন্টে ২০২০ সালের ১০ জুলাইয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে গোলাম রাব্বানী একজন ব্যক্তির সাথে তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, “জন্মদিনের শুভেচ্ছা ও অনিঃশেষ ভালোবাসা ছাত্রলীগের আপেল মাহমুদ সবুজ | ২৮ তম সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক হবার সকল যোগ্যতা থাকার পরও যাকে কেন্দ্রীয় ছাত্রলীগের একটা সদস্য পদও দেয়া হয় নাই!”।

Comparison : Rumor Scanner

গোলাম রাব্বানীর সাথে থাকা ‘আপেল মাহমুদ সবুজ’ নামক উক্ত ব্যক্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে গোলাম রাব্বানীর পাশে থাকা গোল দাগে চিহ্নিত ব্যক্তির তুলনা করলে মিল পাওয়া যায়। আপেল মাহমুদ সবুজের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে তার আরো ছবি পাওয়া যায় যার সাথে প্রচারিত ছবিতে গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তির মিল পাওয়া যায়৷ এবং নিশ্চিত হওয়া যায় যে গোলাম রাব্বানীর পাশে থাকা ঐ ব্যক্তি মূলত সাবেক ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ সবুজ।

সুতরাং, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বসে আছেন দাবিতে আপেল মাহমুদ সবুজ নামের এক সাবেক ছাত্রলীগ নেতার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img