সম্প্রতি, “দিল্লী নয় পিণ্ডি নয়, চাই কেবল চান্দা। লণ্ডনে বসে বসে এই আমার ধান্দা” শিরোনামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তারেক রহমানের কথিত কন্ঠে বলতে শোনা যায়, “দিল্লি নয় পিন্ডি নয় চাই কেবল চান্দা, লন্ডনে বসে বসে এই আমার ধান্দা”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
এছাড়া উক্ত দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দিল্লি নয় পিন্ডি নয় চাই কেবল চান্দা, লন্ডনে বসে বসে এই আমার ধান্দা’ শীর্ষক বক্তব্য তারেক রহমান দেননি। প্রকৃতপক্ষে, গত ২৮ মে রাজধানীর পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে তারেক রহমানের দেওয়া ভাষণের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে BNP Media Cell এর ফেসবুক পেজে গত ০১ জুন ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া গেলেও অডিওতে অমিল পাওয়া যায়।
একই ভিডিও অন্যান্য গণমাধ্যমেও (SOMOY TV, GTV) খুঁজে পাওয়া যায়। এসব ভিডিওতেও অডিওর একই অমিলের বিষয়টি লক্ষ্য করা যায়।
ভিডিওটি বিশ্লেষণে তারেক রহমানকে বলতে শোনা যায়, “দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।” অর্থাৎ, আলোচিত ভিডিওটিতে মূল অডিও বদলে ভিন্ন অডিও যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া, বক্তব্যে চাঁদাবাজির বিষয়ে অন্য কোথাও এমন মন্তব্য তারেক রহমানকে করতে দেখা যায়নি। এ থেকে প্রতীয়মান হয় যে, এই অডিওটি ভুয়া।
এছাড়া, আলোচ্য বিষয়ে দেশিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দিল্লি নয় পিন্ডি নয় চাই কেবল চান্দা, লন্ডনে বসে বসে এই আমার ধান্দা’ শীর্ষক বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত এই ভিডিওটি সম্পাদিত।