সম্প্রতি “ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলেন!” শীর্ষক তথ্য সম্বলিত একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে , এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সাথে সংযুক্ত সংবাদের স্ক্রিনশটটি একটি স্যাটায়ার ওয়েবসাইট থেকে নেয়া।
কি-ওয়াড সার্চ পদ্ধতি ব্যবহার করে, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Daily Campus’ এর ওয়েবসাইটে গত ১৪ এপ্রিলে “৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, গত ১৪ এপ্রিলে একই বিষয় নিয়ে একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে বিগত ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল মহামারী করোনায় ৩৫ জন আক্রান্তের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে আক্রান্ত ৩২ জনের মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, Bengali Sarcasm নামের একটি ওয়েবসাইটে গত ১৫ এপ্রিলে “ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলেন!” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
তবে, উক্ত ‘Bengali Sarcasm’ নামের ওয়েবসাইটের ‘About Us’ সেকশনে দেখা যায় এটি একটি বিনোদনমূলক/স্যাটায়ার ওয়েবসাইট।
মূলত, ‘Bengali Sarcasm’ নামের একটা স্যাটায়ার ওয়েবসাইটে গত ১৫ এপ্রিলে “ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলেন!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট বাস্তব সংবাদ দাবি করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, একটি স্যাটায়ার ওয়েবসাইটের সার্কাজম প্রতিবেদনের তথ্যকে বাস্তব ঘটনার তথ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ঢাকায় করোনা শনাক্ত ৩৫ জনের ৩২ জনেই মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- The Daily Campus : ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকার
- Bangla Tribune : ৩৫ জনের ৩২ জনই ঢাকার
- Jugantor : নতুন করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার
- Bengali Sarcasm: https://www.bengalisarcasm.com/viral/in-dhaka-32-out-of-35-people-identified-as-corona-went-on-mangalshova-jatra/