ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী কোরআনের হাফেজ নয়

সম্প্রতি, ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশ দলের একমাত্র কোরআনের হাফেজ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী হাফেজ নয় বরং কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই বানোয়াট এই তথ্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের জন্যে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে   ক্রিকেটার মোহাম্মাদ মৃত্যুঞ্জয় চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজে আজ ২৩ জুলাই সন্ধায় প্রকাশিত একটি পোস্ট  খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পোস্টটিতে তিনি লিখেছেন, “কিছুদিন ধরে দেখছি আমাকে নিয়ে একটি নিউজ ভাইরাল হচ্ছে যে আমি হাফেজ কিন্তু আসলে আমি হাফেজ নয়। হাফেজ হওয়া একটা নেয়ামতের বিষয় যা আল্লাহ সবাইকে দেন না এবং আমিও সেই নেয়ামতের অংশ হতে পারিনি এখনো, তবে ইচ্ছে অনেক আছে (ইন শা আল্লাহ)।”

অর্থাৎ, ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী কোরআনের হাফেজ নয়।

মূলত, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের ক্রিকেটার মৃত্যুঞ্জয়কে ক্রিকেট দলের একমাত্র কোরআনে হাফিজ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, উল্লিখিত দাবিটি সঠিক নয়। আলোচিত বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা এক পোস্টে মৃত্যুঞ্জয় চৌধুরী বিষয়টিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালেও একই দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

তথ্যসূত্র

  • Mohammad Mrittunjoy Chowdhury Facebook Account : Post

আরও পড়ুন

spot_img