ক্রিকেটার মৃত্যুঞ্জয়কে কোরআনের হাফেজ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

সম্প্রতি, “মৃত্যুঞ্জয় একটি সুন্দর নাম। অনেকেই মনে করে মৃত্যুঞ্জয় একজন হিন্দু। সে ছেলেটি একজন মুসলিম, শুধু তাই নয়, মৃত্যুঞ্জয় একজন আল কোরআনের হাফেজ” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে কোরআনের হাফেজ দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয়।

তথ্যটির সত্যতা নিশ্চিত করতে গিয়ে ক্রিকেটার মোহাম্মাদ মৃত্যঞ্জয় চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ আজ “কিছু ভুল তথ্যের সংশোধনী পোস্ট” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে মৃত্যুঞ্জয়কে কোরআনের হাফেজ দাবিতে ছড়িয়ে পড়া তথ্যটিকে মিথ্যা বলে জানানো হয়েছে।

ক্রিকেটার

মূলত, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৮ম আসর চলাকালীন সময়ে ক্রিকেটার মৃত্যুঞ্জয়কে কোরআনের হাফেজ দাবি করে কোনো প্রকার তথ্য সূত্র ছাড়াই বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। ছড়িয়ে পড়া উক্ত দাবির প্রেক্ষিতে ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীর ভেরিফাইড পেজ হতে প্রকাশিত এক পোস্টে জানানো হয়,

কিছু ভুল তথ্যের সংশোধনী পোস্ট:

বিভিন্ন পেজে এটা লিখে প্রচারণা করা হচ্ছে যে মৃত্যুঞ্জয় কোরআন এর হাফেজ । যেটা সবার ভুল ধারণা । উনি কোরআন এর হাফেজ নন তবে একজন দ্বীনদার মুসলিম ।

~ এডমিন ।”

উল্লেখ্য, চলতি বছরে বিপিএলের ৮ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জারের হয়ে প্রথম বিপিএলে মাঠে নামেন ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। চলতি এই বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্সকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

Screenshot from BBC News website

আরো পড়ুনঃ খেলোয়াড় মোসাদ্দেকের স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাটি প্রায় চার বছর পুরোনো

সুতরাং, ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীকে কোরআনের হাফেজ শীর্ষক দাবিতে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মৃত্যুঞ্জয় একজন আল কোরআনের হাফেজ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

Mohammad Mrittunjoy Chowdhury: https://www.facebook.com/MrittunjoyOfficial/posts/439885411264895

BBC News: https://www.bbc.com/bengali/news-60187332

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img