Home Blog

ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি একটি স্বর্ণের দোকান ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজধানীতে দিনে দুপুরে স্বর্নের দোকান ডাকাতি। নুনুসের সংস্কার চলছে। লক্ষ লক্ষ কোটী টাকার স্বর্ন হারিয়ে স্বর্ন দোকানী এখন গ্রামীন ব্যাংকের কিস্তি নিয়ে সংসার চালাতে হবে। এটাই সংস্কার।’

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের।

সম্প্রতি একটি স্বর্ণের দোকান ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজধানীতে দিনে দুপুরে স্বর্নের দোকান ডাকাতি। নুনুসের সংস্কার চলছে। লক্ষ লক্ষ কোটী টাকার স্বর্ন হারিয়ে স্বর্ন দোকানী এখন গ্রামীন ব্যাংকের কিস্তি নিয়ে সংসার চালাতে হবে। এটাই সংস্কার।’

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের।

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’, ‘লোকমাত টাইমস’সহ, একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এসব প্রতিবেদনে আলোচিত ডাকাতির দৃশ্যের সংযুক্তিও পাওয়া যায়। প্রতিবেদনের তথ্যমতে, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পাঞ্জাবের জলন্ধরে তিনজন মুখোশধারী ব্যক্তি একটি জুয়েলারি দোকানে ডাকাতি চালায়। ঘটনাটি সকাল প্রায় ১১টার দিকে ভার্গব ক্যাম্প এলাকায় ঘটে এবং দোকানের সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়ে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভারতের।

সুতরাং, ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যকে ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Lokmat Times – Punjab Crime: Three Armed Men Rob Jalandhar Jewellery Store, Incident Caught on CCTV (Watch Video)

আ.লীগের মিছিল নিয়ে রাজপথে সোহেল তাজ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গত ০২ নভেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরেছেন দাবিতে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সোহেল তাজ আওয়ামী লীগের কোনো মিছিল নিয়ে রাজপথে নামেননি। এমনকি সোহেল তাজকে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল পদও দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার চারটি পুরোনো ভিডিও একসাথে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির শুরুতে সোহেল তাজকে একটি ফেস্টুন হাতে এগিয়ে যেতে দেখা যায়। এরপর একজন উপস্থাপিকা সংবাদ পাঠ করেন। তারপর সোহেল তাজকে বক্তব্য দিতে দেখা যায়। সর্বশেষ আবারও সোহেল তাজকে বক্তব্য দিতে দেখা যায়। 

ভিডিও যাচাই-১ 

শুরুতে সোহেল তাজকে ফেস্টুন হাতে হেঁটে যেতে দেখা যায়। অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

চ্যানেল ২৪ এর প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২২ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি সহ তিন দফা দাবিতে পদযাত্রা করেন করেছিলেন সোহেজ তাজ। সেই পদযাত্রার দৃশ্য এটি। 

অর্থাৎ, ভিডিওটি অন্তত তিন বছর আগের।

ভিডিও যাচাই-২  

এই অংশে একজন সংবাদ উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। অনুসন্ধানে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে থাকা সংবাদ পাঠিকা এবং সংবাদের সাথে আলোচিত ভিডিওতে থাকা এই অংশের মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner 

এটিএন বাংলার প্রতিবেদনটিতে গত বছরের ০৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলের নেতাকর্মীদের অবস্থা এবং ছাত্রলীগ নিষিদ্ধের পর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার বিষয়ে বলা হয়েছে। এছাড়া, উক্ত প্রতিবেদনে সোহেল তাজ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সমালোচনা করেছেন। তবে, প্রতিবেদনটির কোথাও সোহেল তাজের মিছিল কিংবা আওয়ামী লীগের কোনো দায়িত্ব সোহেল তাজ পাওয়ার বিষয়ে বলা হয়নি। 

অর্থাৎ, এটিও আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক নয়।

ভিডিও যাচাই-৩

এই অংশে সোহেজ তাজকে বক্তব্য দিতে দেখা যায়। অনুসন্ধানে দেশ টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩১ অক্টোবর প্রকাশিত সোহেল তাজের বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও বক্তব্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা সোহেল তাজের বক্তব্যের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

প্রথমত বক্তব্যটি ২০২২ সালের অক্টোবর মাসের। অর্থাৎ, অন্তত তিন বছরের পুরোনো। পাশাপাশি, ০৬ মিনিট ৪৬ সেকেন্ডের পুরো বক্তব্যে সোহেল তাজ আওয়ামী লীগের কোনো দায়িত্ব পেয়েছেন এমন কোনো কথা বলেননি। 

ভিডিও যাচাই-৪

সর্বশেষ আবারও সোহেল তাজকে বক্তব্য দেওয়ার একটি দৃশ্য দেখা যায়। অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৯ জুলাই সোহেল তাজের বক্তব্য দেওয়ার একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে সোহেল তাজের পোশাক, বক্তব্য এবং আশেপাশের মানুষের সাথে মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

সোহেল তাজের বক্তব্য সূত্রে জানা যায়, গত বছরের গণ-অভ্যুত্থানের সময় জুলাই মাসে প্রধান ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর ডিবি অফিসে যান তিনি। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সোহেল তাজ। সেই সময়কার দৃশ্য এটি। এছাড়া, ০৩ মিনিট ২৭ সেকেন্ডের বক্তব্যে সোহেল তাজ কোথাও আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করেননি। 

অর্থাৎ, এই ভিডিওটি অন্তত এক বছরের পুরোনো এবং ভিন্ন প্রেক্ষাপটের।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম এবং সোহেল তাজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পাওয়া যায়নি। 

সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও একসাথে যুক্ত করে গত ০২ নভেম্বর সোহেল তাজ আওয়ামী লীগের মিছিল নিয়ে রাজপথে নেমেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

দেশে সম্প্রতি প্রকাশ্যে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে কলম্বিয়ার শুটিংয়ের ভিডিও প্রচার

0

সম্প্রতি, বাংলাদেশে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে কয়েকজনকে গুলি করে হত্যার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে একটি রেস্টুরেন্টে ঢুকে কয়েকজনকে গুলি করে হত্যা করেন। পরবর্তীতে আবার একই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। এছাড়াও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি আসলও নয়। প্রকৃতপক্ষে, Luminal barrios নামের একটি কলম্বিয়ান কনটেন্ট তৈরিকারী প্রতিষ্ঠানের স্ক্রিপ্টেড ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে Luminal barrios নামের একটি ফেসবুক পেজে গত ১৫ অক্টোবর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিতে উল্লেখ করা হয়, এটি কলম্বিয়ার ভিডিও। এছাড়াও ভিডিওতে থাকা টেক্সট ভাষান্তরের মাধ্যমে জানা যায়, এটি একটি সিরিজের দৃশ্য।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে উক্ত পেজটি পর্যালোচনা করে একই ঘটনার একাধিক কোণ থেকে ধারণ করা ভিন্ন ভিন্ন ভিডিও পেজটিতে খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। 

Collage by Rumor Scanner 

ভিডিওগুলোতে দেখা মোটরসাইকেলে আসা ব্যক্তিরা রেস্টুরেন্টে বসে থাকা মানুষদের বাস্তবে গুলি করেন না। তারা শুধু পিস্তল উচিয়ে গুলি করার অভিনয় করেন। তারা চলে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়া নারী ও পুরুষরা ওঠে যান। একই ভিডিওগুলো পেজটিতে টেক্সট যুক্ত করেও প্রচার করতে দেখা যায়। যার মধ্যে একটি ভিডিওতে বলা হয়, এটি infierno en el paraíso নামের একটি সিরিজের শুটিংয়ের দৃশ্য। ভিডিওতে দেখতে পাওয়া সকলেই অভিনেতা ও অভিনেত্রী।

Luminal barrios নামের পেজটি পর্যালোচনা করে পরবর্তীতে infierno en el paraíso নামের সিরিজটির ট্রেইলার টিজারের সন্ধানও পাওয়া যায়। যেখানে আলোচিত ভিডিওর মতো একটি দৃশ্যও দেখতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং একটি সিরিজের শুটিংয়ের দৃশ্য। অর্থাৎ, এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও।

পরবর্তীতে Luminal barrios নামের পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি কলম্বিয়াভিত্তিক একটি প্রযোজনা সংস্থা। যারা ফিল্ম কনটেন্ট তৈরি করে থাকে। উক্ত কনটেন্ট ব্যতিতও পেজটিতে একাধিক এমন ভিডিওর সন্ধান পাওয়া যায়।

সুতরাং, বাংলাদেশে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা দৃশ্য দাবিতে কলম্বিয়ার একটি ক্রাইম সিরিজের শুটিংয়ের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Rumor Scanner’s Analysis

সেনাবাহিনী রিজভীর বাসা থেকে ৮৮৪ কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি ভুয়া

সম্প্রতি অনলাইনে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয়েছে, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে চাঁদাবাজির ৮৮৪ কোটি টাকা উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী’। কথিত প্রতিবেদনে শেখ হাসিনার ফেরত আসার সম্ভাবনাসহ আরো নানা বিষয়েও কথিত সংবাদ প্রচার করা হয়।

উল্লেখ্য, কথিত প্রতিবেদনে রুহুল কবির রিজভীর বাসা থেকে উদ্ধারকৃত টাকার দৃশ্য ও রিজভীর আটক হওয়ার ছবি দাবিতে কয়েকটি দৃশ্যেরও সংযুক্তি পাওয়া যায়।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে এবং প্রায় ১৫ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে সেনাবাহিনী কর্তৃক ৮৮৪ কোটি টাকা উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া ভিন্ন, পুরোনো ও অপ্রাসঙ্গিক নানা দৃশ্যের মাধ্যমে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কথিত সংবাদ প্রতিবেদনে রুহুল কবির রিজভীর বাসা থেকে উদ্ধারকৃত টাকার দৃশ্য দাবিতে কয়েকটি দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়।

কথিত প্রতিবেদনের প্রায় ৩ মিনিট ৪৫ সেকেন্ড সময়ে টাকার বস্তার একটি ছবি প্রদর্শিত হয়। ছবির বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে ‘বাংলাভিশন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দুদিন পর পুলিশ জানিয়েছে বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমান বিদেশী টাকাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান।’ তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৯ সেকেন্ড সময়ে প্রদর্শিত টাকার ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যায়যায়দিন’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে ‘যায়যায়দিন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর ঝালকাঠি রোনালস রোডের বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত পাঁচ কোটি এবং আরও কয়েকটি লাগেজভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা, ডলার ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সোমবার (৫ আগস্ট ২০২৪) রাত সাড়ে ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন।’ এছাড়াও, এ বিষয়ে সেসময় আরো একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা যায়। তবে এ বিষয়ে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৪০ সেকেন্ড সময়ে প্রদর্শিত টাকার ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম একুশে টিভি’র ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে ‘একুশে টিভি’র প্রতিবেদনে বলা হয়, ‘সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ব্যাগভর্তি নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) ভোর ৪টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।’ তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৪৮ সেকেন্ড সময়কালে আরেকটি টাকার দৃশ্য প্রচার করা হয়। উক্ত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে ‘বাংলা ট্রিবিউন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৯ বস্তা টাকা। শনিবার (৬ মে ২০২৩) সকালে বাক্স খুলে পাওয়া টাকা দিনব্যাপী চলে গণনা। রাতে গণনা শেষে অঙ্ক দাঁড়িয়েছে পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকা। সঙ্গে মিলেছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।’ ছবিটি দানবাক্সে পাওয়া টাকা’র। তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, কথিত প্রতিবেদনে আরো কিছু টাকার ছবিরও সংযুক্তি পাওয়া যায় তবে কোনোটির সাথেই আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

পাশাপাশি, কথিত প্রতিবেদনে প্রায় ২ মিনিট ৫৯ সেকেন্ড পরবর্তী সময়ে আলোচিত দাবির ঘটনায় রুহুল কবির রিজভীকে আটক করা হয়েছে দাবিতে একটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়েছে। উক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

প্রতিবেদনে বলা হয়, ‘আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়েছেন কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।’ এছাড়াও, আরো একাধিক গণমাধ্যমেও সেসময়ে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। তবে, এ বিষয়ে প্রতিবেদনের কোথাও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি ছবিটিও যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত হওয়া যায়।

প্রচারিত কথিত উক্ত সংবাদ প্রতিবেদনে প্রতিবেদনে আরো নানা অপ্রাসঙ্গিক দৃশ্যের সংযুক্তি পাওয়া যায় তবে কোনোটির সাথেই প্রচারিত আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও রিজভীর বাসা থেকে ৮৮৪ কোটি টাকা সেনাবাহিনীর উদ্ধারের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হতো।

সুতরাং, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে ৮৮৪ কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করেছে শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

ইসারায়েলে ভয়াবহ শিলাবৃষ্টি দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, ইসরায়েলে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় ফুটবল আকারের অজস্র শিলা আকাশ থেকে পড়ছে। যাতে ঘর-বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হতেও দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলে ভয়াবহ শিলাবৃষ্টি হওয়ার দাবিটি সঠিক নয়। এছাড়াও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ভিডিওটির মতো ভয়াবহ শিলাবৃষ্টি হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Murat_officialll ইউজার নেমের একটি টিকটক অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটির প্রথমে অংশে দেখতে পাওয়া ফুটেজটি প্রচারিত হতে দেখা যায়। প্রাপ্ত ভিডিওটি পর্যালোচনা করে এতে এআই টুল ‘Sora’ এর ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

Sora মূলত OpenAI-এর তৈরি একটি টেক্সট-টু-ভিডিও এআই মডেল। এটি লেখা থেকে বাস্তবসম্মত ভিডিও ও শব্দ তৈরি করতে পারে।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘AVSRDD (2025)’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

পরবর্তীতে একই টিকটকে অ্যাকাউন্ট পর্যালোচনা করে আলোচিত ভিডিওর দ্বিতীয় অংশে দেখতে পাওয়া ফুটেজটিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

তবে উক্ত ভিডিওতে Sora এর ওয়াটারমার্ক না থাকলেও ভিডিওটি একই ধরনের হওয়ায় এটিকেও এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, প্ল্যাটফর্মটির ‘AVSRDD (2025)’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ইসরায়েলে সাম্প্রতিক সময়ে ভয়াবহ শিলাবৃষ্টি হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

  • Murat_officialll Tiktok Post
  • Murat_officialll Tiktok Post
  • Deepfake-O-Meter
  • Rumor Scanner’s Analysis

আনসার ক্যাম্পে হামলা দাবিতে আনসার সদস্যদের প্রশিক্ষণ ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘আনসার ক্যাম্পে ভয়াবহ হামলা,, এনসিপি ও সমন্বয়ক সম্মিলিতভাবে হামলা চালায় আনসার বাহিনীর উপর।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে কোনো আনসার ক্যাম্পে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমন্বয়কদের দ্বারা হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আগামী জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহতের বিষয়ে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে ৩ নভেম্বর ‘২০২৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আনসার সদস্যদের’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্যরা মোতায়েন থাকবেন। আগের নির্বাচনে আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন মোটেও সুখকর ছিল না। আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েনের ব্যাপারে বিভিন্ন ভ্রান্তি রয়েছে। সেই ধারণাকে মাথায় রেখে নতুন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আনসার-ভিডিপির সদস্যদের নতুন করে সদস্য সংগ্রহ, তালিকাভুক্তি, নতুন দায়িত্বরতদের তালিকাভুক্তি এবং এসংক্রান্ত বিধিমালা সংশোধন করা এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট মাথায় রেখে সুসংগঠিত করেছি।’

অর্থাৎ, ভিডিওটি আনসার সদস্যদের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহত করার প্রশিক্ষণ ভিডিও।

সুতরাং, আনসার সদস্যদের আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহতের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ভিডিওকে এনসিপি ও সমন্বয়কদের আনসার ক্যাম্পে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

জামায়াতকে জড়িয়ে দুই উপদেষ্টা এবং প্রেস সচিবকে উদ্ধৃত করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত অক্টোবর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে পৃথক তিনটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে।

আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- শফিকুল আলম বলেছেন, ‘জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণ যোগ্য’। 

এনটিভির লোগো ও ডিজাইন ছবি সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জামায়াত সরকার গঠন করার সম্ভাবনা দেখিতেছি’।

আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়- ড. আসিফ নজরুল বলেছেন, ‘জামায়াত সরকার গঠন করবে’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ড. আসিফ নজরুল, আ ফ ম খালিদ হোসেন, শফিকুল আলম উল্লিখিত মন্তব্যগুলো করেননি। আমার দেশ এবং এনটিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যম দুটির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ০৯ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য সূত্রের বরাতেও প্রেস সচিব শফিকুল আলমের উক্ত মন্তব্য সংবলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

ফটোকার্ড যাচাই ২

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে এনটিভির লোগো এবং তারিখ হিসেবে ১১ অক্টোবর উল্লেখ রয়েছে। 

উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ মেলেনি।

ফটোকার্ড যাচাই ৩

Screenshot: Facebook

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৭ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। 

উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৭ অক্টোবর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

সুতরাং, জামায়াতকে জড়িয়ে ড. আসিফ নজরুল, আ ফ ম খালিদ হোসেন ও শফিকুল আলমকে উদ্ধৃত করে আমার দেশ এবং এনটিভির নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

সুপারশপে চুরির দায়ে ভারতীয় নারী আটকের সংবাদে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি এক ভারতীয় নারীকে যুক্তরাষ্ট্রের ‘Target’  সুপার মার্কেট থেকে পণ্য চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে দাবিতে ভাইরাল একটি ভিডিওর ভিত্তিতে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। এরই প্রেক্ষিতে ‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় তরুণী’ শিরোনামে একাধিক ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম জনকণ্ঠ একটি ফটোকার্ড ও সংবাদ প্রতিবেদন প্রচার করে৷

উক্ত দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন জনকণ্ঠ। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জনকন্ঠের ফটোকার্ড ও প্রতিবেদনে যুক্ত ছবিগুলো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সুপারশপে চুরির অভিযোগে ভারতীয় নারীকে গ্রেফতারের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মেক্সিকোর একটি শপলিফটিং এবং যুক্তরাষ্ট্রে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে গ্রেফতারের পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ছবি যাচাই- ১:

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মেক্সিকোর গণমাধ্যম Zócalo এর ইউটিউব চ্যানেলে গত ০১ মে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, একজন নারী অন্তঃসত্ত্বা হওয়ার ভান করে একটি দোকান থেকে জিনিসপত্র চুরি করার অভিযোগে গ্রেফতার হয়। ভিডিওটির বিবরণীতে বলা হয়, ভিডিওতে থাকা ওই নারী মেক্সিকোর কোয়াহুইলার সালটিলোতে অবস্থিত প্লাজা প্যাটিওর ভেতরে অবস্থিত কপেল স্টোর থেকে জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। তিনি তার পোশাকের নিচে বেশ কিছু জিনিস লুকিয়ে রেখে গর্ভবতী হওয়ার ভান করে।

এ বিষয়ে আরেক মেক্সিকান গণমাধ্যম Excelsior এর ওয়েবসাইটে গত ০২ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। আরও জানা যায়, এই ঘটনাটি মেক্সিকোতে গত ২৯ এপ্রিল  ঘটেছে। 

অর্থাৎ, প্রথম ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং ঘটনাটি মেক্সিকোতে ঘটেছে। 

ছবি যাচাই- ২:

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১৭ জুলাই একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সুপারশপ চেইন ‘টার্গেট’ এর একটি দোকান থেকে গত ০১ মে প্রায় ১,৩০০ ডলার মূল্যের জিনিসপত্র চুরি করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছে ভারতীয় নারী পর্যটক । ভাইরাল হওয়া একটি পুলিশ বডিক্যাম ভিডিওতে দেখা যায় যে দোকান থেকে বেরিয়ে আসার পর তিনি টাকা দেওয়ার জন্য অনুরোধ করছেন, কিন্তু কর্মকর্তারা গুরুতর অপরাধের অভিযোগ তুলে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।  

এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ১৮ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। আরও জানা যায়, উক্ত ঘটনায় অভিযুক্ত নারীর নাম জিমিসা আভলানি। 

অর্থাৎ, দ্বিতীয় ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

তাছাড়া, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ‘Target’ সুপার মার্কেট থেকে পণ্য চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্র পুলিশ কর্তৃক গ্রেফতার নারী এবং জনকন্ঠের সংবাদে প্রচারিত ছবির নারীরা ভিন্ন ব্যক্তি বলে প্রতীয়মান হয়েছে। 

Comparison: Rumor Scanner

সুতরাং, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সুপারশপে চুরির অভিযোগে ভারতীয় নারী গ্রেফতার বিষয়ক জনকণ্ঠের সংবাদে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

এই ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাসা থেকে কয়েকজন মানুষের দৌড়ে বের হওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ের জন্যে সরকারি চাকরির পরীক্ষা বাসা বাড়িতে নেয়া হচ্ছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি এককভাবে ১১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে, ২৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ১০ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনের কোনো নিয়োগ পরীক্ষার সাথে সম্পৃক্ত নয় বরং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রকাশিত প্রতিবেদনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ‘বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা, সাংবাদিক দেখেই দৌড়’ শিরোনামে গত ২৪ অক্টোবরে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। এছাড়াও, একইদিনে আরো একাধিক গণমাধ্যমে আলোচিত ঘটনার ভিডিও ও এরই প্রেক্ষিতে প্রচারিত প্রতিবেদন পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার দিন সকালে (২৪ অক্টোবর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসেন ইমামের বাসা থেকে ২৫–৩০ জন পরীক্ষার্থীকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় এবং আগের রাতে অ্যাম্বুলেন্সে করে তাদের ওই বাসায় যাওয়ার অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, ওই বাসায় তাদের নিয়ে প্রশ্নপত্র দেখানো ও মুখস্থ করানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা গণমাধ্যমকে খবর দেন, পরে সাংবাদিকরা গেলে পরীক্ষার্থীরা পালিয়ে যায়।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর গত ২৫ অক্টোবরে সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগের মন্ত্রণালয়ের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘বাংলানিউজ২৪’ সহ একাধিক গণমাধ্যম সূত্র ও পুরোনো বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, অপরদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

অর্থাৎ, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনের কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগের ঘটনাকে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

ঢাকায় প্রকাশ্যে গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে আরও দাবি করা হয়, অপহরণের সময় উপস্থিত জনতা তাদেরকে আটক করে। ভিডিওগুলোতে পরবর্তীতে ‘অপহরণ চেষ্টাকারীদের’ আটকের পর পুলিশেও দিতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি কোনো অপহরণের ঘটনার নয় এবং এটি বাংলাদেশের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জ শহরের, যেখানে নিখোঁজ এক গৃহবধূকে তার বাবার বাড়ির লোকজন উদ্ধার করার মুহূর্তকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে দেখতে পাওয়া গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার TR07A0453 এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আওয়াজ নামের ভারতীয় একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে গত ৩ অক্টোবর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টটিতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ঘটনার মিল লক্ষ্য করা যায়। উভয় জায়গাতেই একই নারীকে ও একই রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত গাড়িতে দেখতে পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, উক্ত ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জ শহরের। ছবিতে দেখতে পাওয়া নারীর নাম অঞ্জুমান রহমান। ওই গৃহবধূ কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ১ অক্টোবর পুলিশ তাকে উদ্ধার করে পুনর্বাসন সেন্টারে পাঠায়। খবর পেয়ে মেয়ের বাবার বাড়ির লোকজন তাকে নিতে আসলে সে চিৎকার করতে শুরু করে। এসময় উপস্থিত জনতার সন্দেহ হওয়ায় তারা তাদেরকে আটক করে পুলিশে দেয়। 

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান শেষে পুলিশ ওই গৃহবধূতে তার বাবার বাড়ির লোকদের হাতে তুলে দেন। এছাড়াও অঞ্জুমান রহমান নামের ওই গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও বিশ্রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত দেববর্মা মন্তব্য করেছেন বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ত্রিপুরার স্থানীয় গণমাধ্যম Tripurainfoway এর ফেসবুক পেজে মূল ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। উক্ত গণমাধ্যমের পোস্টটি থেকেও একই তথ্য পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়াও আরেকটি গণমাধ্যমে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো অপহরণ চেষ্টার ঘটনার নয়। 

সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার ভিডিওকে রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • আওয়াজ Facebook Post
  • Tripurainfoway Facebook Post
  • Khabare Pratibad Facebook Post
  • Rumor Scanner’s Analysis