সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’র নাম ও লোগো সংযুক্ত করে একটি সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত সংবাদে দাবি করা হয়েছে, “..মহেশখালী ও কুতুবদিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আলমগীর এমডি মাহমুদুল্লাহ মাহফুজ ফরিদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক থেকে তিনি দলীয় ফোরামের একটি অনানুষ্ঠানিক বৈঠকে বলেন। মহেশখালী কুতুবদিয়া জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক আলমগীর ফরিদ। তিনি আবারও ধানের শীষ নিয়ে মাঠে থাকবেন, জনগণের রায় নিয়ে আসবেন। মহেশখালী ও কুতুবদিয়ার রাজনীতিতে এ খবরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন আশার আলো। যমুনা টিভি সমাচার বাংলাদেশ।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের নির্দেশে কক্সবাজার-২ আসনে আলমগীর ফরিদকে বিএনপির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি ভিডিওকে যমুনা টিভির আসল সংবাদ প্রতিবেদন দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে যমুনা টিভি বা মূলধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। যমুনা টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলেও আলোচিত সংবাদ প্রতিবেদনটির অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে মনোনীত করার সংবাদ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সংবাদ উপস্থাপকের অঙ্গভঙ্গি, কথা বলার ধরণ ও সংবাদ উপস্থাপনার ধরণে বেশ অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
এছাড়া অনুসন্ধানে আলোচিত ভিডিওটির বিষয়ে যমুনা টিভির শিফট ইনচার্জ মিশুক নাজিবের ফেসবুক অ্যাকাউন্টে গত ৮ জুলাইয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ভিডিওটির বিষয়ে তিনি বলেন, “যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার, প্রেজেন্টারের ছবি ভার্চুয়ালি উপস্থাপন এবং Tarique Rahman এর নাম ব্যবহার করে বিএনপি নেতা আলমগীর ফরিদ কক্সবাজার-২ আসনে মনোনয়ন পাচ্ছেন দাবি করে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে তা এআইয়ের মাধ্যমে তৈরি। ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলেই বুঝা যাবে, এআই কনটেন্টটি যে ভুয়া।”
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে তারেক রহমানের নির্দেশে কক্সবাজার-২ আসনে আলমগীর ফরিদকে বিএনপির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির আসল সংবাদ প্রতিবেদন দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mishuk Najib – Facebook Post
- Rumor Scanner’s analysis