গোপালগঞ্জের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন।

এরই প্রেক্ষিতে আজ (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “গোপালগঞ্জ ইউনূসের নির্দেশে গণহত্যার প্রতিবাদ খুলনায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ৷”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৬ জুলাইয়ে গোপালগঞ্জে সংঘর্ষের প্রেক্ষিতে খুলনায় বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয় বরং, গত ২০ এপ্রিলে খুলনায় হওয়া আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে “খুলনায় আওয়ামী লীগের মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ ” শীর্ষক শিরোনামে গত ২০ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এছাড়াও, “খুলনার জিরো পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও গত ২০ এপ্রিলে আলোচিত মিছিলের বিষয়ে সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আরেক মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটে “খুলনায় ‘কয়েক মিনিট’ মিছিল দিলেন আ.লীগ নেতাকর্মীরা” শীর্ষক শিরোনামে এ বিষয়ে গত ২০ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে সংযুক্ত ছবির সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।

মিছিলটির বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, “খুলনায় ঝটিকা মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। রবিবার (২০ এপ্রিল) সকালে শহরতলীর জিরোপয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এতো দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।” এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি গত ২০ এপ্রিলের।

সুতরাং, গত ২০ এপ্রিলে খুলনায় হওয়া আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলের দৃশ্যকে গত ১৬ জুলাইয়ে গোপালগঞ্জে সংঘর্ষের প্রেক্ষিতে খুলনায় বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img