গোপালগঞ্জে গতকাল (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এখন অবধি ৪ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরই প্রেক্ষাপটে, গোপালগঞ্জে জনগণের ওপর পুলিশের হামলার দৃশ্য দাবিতে তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই ছবি গতকালের গোপালগঞ্জের ঘটনার বিষয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে পুলিশের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত তিনটি ছবির একটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের দিকে ডিবি পুলিশের এক সদস্যের গুলি করার দৃশ্যের। আর বাকি দুইটি ছবি গত বছরের আগস্ট মাসে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিলের।
অনুসন্ধানের শুরুতে ডিবি পুলিশ সদস্যের গুলি করার ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে নিউজবাংলা ২৪ এর ওয়েবসাইটে ২০২২ সালের ০৭ সেপ্টেম্বর “সেই অস্ত্র কনকের নয়, গুলি করার সুযোগও ছিল না” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০২২ সালের ০১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের গুলি করার দৃশ্য এটি।
এছাড়া, বাকি দুইটি ছবির বিষয়ে অনুসন্ধানে ছবিগুলো রিভার্স সার্চ করে ডেইলি দেশ সময় নামক একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইটে গত বছরের ০৮ আগস্ট “গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে শিশু আহত বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর গাড়িতে আগুন”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবি দুইটির সাথে আলোচিত পোস্টগুলোতে থাকা বাকি দুইটি ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ০৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের গোপিনাথপুরে জনতা সমাবেশের ডাক দেন। সেই সমাবেশের এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে জনতার সংঘর্ষ বাঁধে। সেই সময়কাল দৃশ্য এটি।
অর্থাৎ, প্রচারিত ছবিগুলো গোপালগঞ্জের গতকালের (১৬ জুলাই) সংঘর্ষের ঘটনার নয়।
সুতরাং, ২০২২ সালে একটি ছবি এবং গত বছরের আগস্ট মাসের দুইটি ছবিকে গতকাল (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- News Bangla 24- সেই অস্ত্র কনকের নয়, গুলি করার সুযোগও ছিল না
- Daily Desh Somoy- গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে শিশু আহত বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর গাড়িতে আগুন
- Daily Ittefaq- Facebook Live