আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিও প্রচার

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি গত ৩১ জুলাইয়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিলের দৃশ্যের।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওটি ৪৭ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ১০ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং মিছিলটি আওয়ামী লীগেরও নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে চলাকালীন সে বছরের ০২ আগস্ট লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিও।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স সার্চ করে ‘মেঘনা নিউজ’ নামক একটি ফেসবুক পেজে গত বছরের ০২ আগস্টে ৩ মিনিট ০১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির ১৩ সেকেন্ড পরবর্তী সময়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এমনকি মেঘনা নিউজের লোগোর একাংশও প্রচারিত ভিডিওটিতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ‘মেঘনা নিউজ’ নামক ফেসবুক পেজে প্রচারিত উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে। ভিডিওটি সম্পর্কে ‘মেঘনা নিউজ’ এর ক্যাপশনে বলা হয়েছে, “লক্ষ্মীপুরে ‘শিক্ষার্থীদের’ বি-ক্ষো-ভ, ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া”।

এছাড়াও, অনুসন্ধানে গত বছরের ০২ আগস্টে একইরকম ক্যাপশনে আরো একাধিক ফেসবুক পোস্টে আলোচিত ঘটনার ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মিছিলের দৃশ্যের নয়। তাছাড়া, গত ৩১ জুলাইয়ে বা সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের এরূপ কোনো মিছিল হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সে বছরের ০২ আগস্ট লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্যকে গত ৩১ জুলাইয়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img