গোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় রুহুল কবির রিজভীর নামে ভুয়া পেজ থেকে অপপ্রচার

গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন। এরই প্রেক্ষিতে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফেসবুকে পোস্ট করে,  “গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে ইতোমধ্যে ৮-১০ জন সাধারণ মানুষের নিহত হওয়ার খবরে জনমনে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বৃহত্তর ফরিদপুর—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর—সব জেলা থেকে সাধারণ মানুষ এখন একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। এই মুহূর্তে গোপালগঞ্জে আশ্রয় নেওয়া এনসিপি নেতারা যে পথেই পালানোর চেষ্টা করবে, সেই সব রাস্তাঘাট আগে থেকেই ঘিরে ফেলুন। জনগণের হত্যাকারীদের যেন পালিয়ে যাওয়ার একটিও সুযোগ না থাকে!” শীর্ষক মন্তব্য করেছেন এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টটি রুহুল কবির রিজভী করেননি বরং তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফেক পেজের এই পোস্টকে রুহুল কবির রিজভীর আসল পোস্ট ভেবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

রুহুল কবির রিজভী’র নামে পরিচালিত উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি তাতে প্রায় ১৯,০০০ ফলোয়ার রয়েছে এবং এটি ২০২৪ সালের ১৪ আগস্ট তৈরি করা হয়েছে।

Screenshot: Facebook 

উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে এটি রিজভীর ফেসবুক পেজ কিনা তা নিয়ে সন্দেহ হয় রিউমর স্ক্যানার টিমের। পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি রুহুল কবির রিজভীর নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ। ফেসবুকে রুহুল কবির রিজভীর কোনো অফিশিয়াল পেজ নেই। (,)

সুতরাং, গোপালগঞ্জের সংঘর্ষে নিহত ইস্যুতে রুহুল কবির রিজভীর নামে পরিচালিত ফেক ফেসবুক পেজের পোস্টকে রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img