সম্প্রতি, রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর চরম উত্তেজনা চলছে দাবিতে দুইটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি চলতি বছরের মে মাসে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যদের চাকরি ফিরে পাওয়াসহ কয়েকটি দাবিতে করা বিক্ষোভ সেনাবাহিনী কর্তৃক ছত্রভঙ্গ করার ভিডিও।
ভিডিও যাচাই ০১
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে থাকা প্রথম ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Awaz News’ নামক একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৯ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যাবলীর মিল রয়েছে।

ভিডিও যাচাই ০২
একই দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটি যাচাইয়ে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘NEWS NOW বাংলা’ এর ফেসবুক পেজে চলতি বছরের ১৮ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

পাশাপাশি, অনলাইন সংবাদমাধ্যম ‘Global TV Bangladesh’ এর ফেসবুক পেজে গত ১৮ মে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির ক্যাপশন থেকে জানা যায় এটি বর’খা’স্ত সেনা সদস্যদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তির দৃশ্য।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে চলতি বছরের ১৯ মে “বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্ত.ব্য সংযুক্ত করে বলা হয়, গত ১৮ মে জাতীয় প্রেসক্লাবে বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্য তাঁদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেন। পরপর দুবার সফল বৈঠক শেষে সেনাবাহিনীর প্রতিনিধিদল ফেরত যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল বরখাস্ত সেনাসদস্যের উসকানি ওই প্রতিনিধিদলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহঅশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুসংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর কোনো অপ্রীতিকর ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর দেশিয় সংবাদমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, চলতি বছরের মে মাসে বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি ফিরে পাওয়াসহ বিভিন্ন দাবির বিক্ষোভ কর্মসূচি সেনবাহিনী কর্তৃক ছত্রভঙ্গের সময়কার দৃশ্যকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর উত্তেজনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Awaz News: YouTube Video
- NEWS NOW বাংলা: Facebook Video
- Prothom Alo: বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান