জায়েদ খানের সাথে তোলা দীঘির ছবি বিকৃত করে প্রচার 

নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সাথে নায়ক জায়েদ খানের একটি ছবি প্রকাশ করে তাতে দীঘিকে আপত্তিকর দৃশ্যে দেখা গেছে দাবি করে তার পক্ষে ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। এই দুই পোস্টেই প্রায় ২০ হাজার রিয়েক্ট পড়েছে। 

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে। 

একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি প্রার্থনা ফারদিন দীঘির আসল ছবি নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে দীঘির শারীরিক গড়নকে সম্পাদনা করে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রার্থনা ফারদিন দীঘির অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩০ জুলাই একই ছবি খুঁজে পাওয়া যায়। তবে ছবিতে দীঘির শারীরিক গড়নের সাথে প্রচারিত ছবিতে থাকা দীঘির শারীরিক গড়নের পার্থক্য পরিলক্ষিত হয়। 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, দীঘির প্রকাশ করা ছবিটিকে সম্পাদনা করে আপত্তিকর হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

সময় টিভির এক সংবাদ থেকে জানা যাচ্ছে, ৩০ জুলাই ছিল জায়েদ খানের জন্মদিন। এ উপলক্ষে দীঘি এই পোস্টটি করেন। কিন্তু এই ছবিটিকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে দেশের বিনোদন অঙ্গনের একাধিক নারী তারকা এমন ভুয়া এডাল্ট কনটেন্টের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। এই তালিকায় দীঘি ছাড়াও আরো যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাদিয়া আয়মান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, পরী মণি।  

সুতরাং, প্রার্থনা ফারদিন দীঘি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img